ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৩০ মার্চ ২০১৯, শনিবার। ১৬ চৈত্র, ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৯৭৬- ইসরায়েল/প্যালেস্টাইন এলাকায় প্রথম ভূমি দিবস পালিত।
১৯৭৯- ব্রিটিশ সংসদ সদস্য অ্যারি নিভ গাড়িবোমা হামলায় নিহত।
১৯৮১- যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রনাল্ড রেগান গুলিবিদ্ধ হন।
২০০৬- যুক্তরাজ্যে টেরোরিজন অ্যাক্ট আইন হিসেবে গৃহীত হয়।
২০০৯- ১২ জন সশস্ত্র লোক পাকিস্তানের লাহোরে অবস্থিত মানাওয়ান পুলিশ একাডেমি আক্রমণ করে।

জন্ম
১৭৪৬- স্প্যানিশ চিত্রকর ফ্রান্সিস্কো গোয়া।  
১৮৪৪- ফরাসি কবি পল ভের্লেন।
১৮৫৩- ওলন্দাজ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গখ। তিনি বিংশ শতাব্দীর শিল্পকলায় সুদূরপ্রসারী প্রভাব রেখেছিলেন।
১৮৭৪- রোমানিয়ান সেনা কর্মকর্তা ও রাজনীতিবিদ নিকোলাই রদেস্কু।
১৮৯৯- কথাসাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।

তার জন্ম ভারতের উত্তর প্রদেশের জৌনপুর শহরে। কলকাতায় বিদ্যাসাগর কলেজে আইন নিয়ে পড়াশোনা করার পাশাপাশি তিনি সাহিত্যচর্চা শুরু করেন। তার রচিত প্রথম লেখা প্রকাশিত হয় মাত্র ২০ বছর বয়সে। ব্যোমকেশ বক্সী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট সবচেয়ে জনপ্রিয় চরিত্র। ১৯৩২ এ ‘পথের কাঁটা’ উপন্যাসের মধ্য দিয়ে ব্যোমকেশের আত্মপ্রকাশ। এছাড়া তার উল্লেখযোগ্য রচনার মধ্যে আছে বিভিন্ন ঐতিহাসিক উপন্যাস। যেমন ‘কালের মন্দিরা’, ‘গৌর মল্লার’, ‘তুমি সন্ধ্যার মেঘ’, ‘তুঙ্গভদ্রার তীরে’ ইত্যাদি। সামাজিক উপন্যাস যেমন ‘জাতিস্মর’, ‘বিষের ধোঁয়া’ বা অতিপ্রাকৃত নিয়ে তার ‘বরদা সিরিজ’ এখনও বেস্টসেলার। শরদিন্দু ছোটগল্প ও শিশুসাহিত্য রচনাতেও খ্যাতি অর্জন করেছিলেন। তিনি ১৯৩৮ সালে বম্বের বম্বে টকিজ এ চিত্রনাট্যকাররূপে কাজ শুরু করেন। তিনি যে চলচ্চিত্রগুলোতে চিত্রনাট্যকারের কাজ করেছেন, সেগুলো হলো দুর্গা (১৯৩৯), কঙ্গন (১৯৩৯), নবজীবন (১৯৩৯) ও আজাদ (১৯৪০)। ১৯৫২ সালে সিনেমার কাজ ছেড়ে স্থায়ীভাবে পুনেতে বসবাস করতে শুরু করেন এবং পরবর্তী ১৮ বছর তিনি সাহিত্যচর্চায় অতিবাহিত করেন। তিনি রবীন্দ্র পুরস্কার, শরৎস্মৃতি পুরস্কার, মতিলাল পুরস্কারসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত জন।

১৯৭৯- যুক্তরাষ্ট্রের বিখ্যাত জ্যাজ সংগীতশিল্পী, পিয়ানো বাদক এবং অভিনেত্রী নোরা জোন্স।
১৯৮৬- স্প্যানিশ ফুটবল খেলোয়াড় সার্জিও রামোস।

মৃত্যু
২০০৫- জাপানি বংশোদ্ভূত মার্কিন অ্যাক্টিভিস্ট ফ্রেড কোরমাতসু।
২০১৩- মার্কিন কবি ও শিক্ষাবিদ ড্যানিয়েল হফম্যান।

বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
টিএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।