ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০২ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানের জন্ম

ঢাকা: ইতিহাস কথা বলে। মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়; যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ ২৩ জুন, ২০১৯, রোববার। ০৯ আষাঢ়, ১৪২৬ বঙ্গাব্দ। ১৮ শাওয়াল, ১৪৪০ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
• ০৯৩০ -পৃথিবীর প্রাচীনতম সংসদ আইনল্যান্ড সংসদ যাত্রা শুরু করে।
• ১৫৩৬ -জেনেভায় ফ্রান্সের প্রোটেস্টেন্ট ধর্মতত্ত্ব বিশারদ জন কেলভিন সংস্কার আন্দোলন শুরু করেন।
• ১৭২৪ -রাশিয়া ও তুরস্কের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
• ১৭৫৭ -পলাশীর যুদ্ধে ইংরেজ সেনাপতি রবার্ট কাইভের কাছে সিরাজউদ্দৌলার পরাজয় ঘটলে বাংলায় ইংরেজ শাসনের সূত্রপাত হয়।
• ১৭৫৭ -ঐতিহাসিক পলাশীর যুদ্ধ শুরু হয়।
• ১৮৬০ -উমেশচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক ‘মনোহর’ প্রকাশিত হয়।
• ১৯২৬ -নাট্যকার শিশিরকুমার ভাদুড়ী নাট্যমন্দির প্রতিষ্ঠা করেন।
• ১৯৩৪ -সাত সপ্তাহ সীমান্ত যুদ্ধের পর সৌদি আরব ও পরাজিত ইয়েমেনের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
• ১৯৩৯ -ফ্রান্স, সিরিয়ার ইসকেনদেরুন বন্দরকে তুরস্কের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া হয়।
• ১৯৪১ -সোভিয়েত লাল ফৌজ জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ যুদ্ধ শুরু করে।
• ১৯৪৯ -হার্ভার্ড মেডিক্যাল স্কুল থেকে ১২ নারী গ্র্যাজুয়েশন লাভ করেন।
• ১৯৪৯ -মওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
• ১৯৫০ -সুইস পার্লামেন্ট নারীর ভোটাধিকার প্রয়োগের বিরুদ্ধে ভোট দেয়।
• ১৯৬৫ - কর্নেল জমাল আবেদেল নাসের মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
• ১৯৭৮ -অতীশ দীপঙ্করের দেহভস্ম চীন থেকে ঢাকায় আনা হয়।
• ১৯৮০ -ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধী বিমান দুর্ঘটনার নিহত হন।
• ১৯৮৫ -টরেন্টো থেকে বোম্বে যাবার পথে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৪৭ আটলান্টিক সাগরে বিধ্বস্ত হয়। এ সময় ৩২৯ যাত্রীর সবাই নিহত হয়।
• ১৯৮৯ -১৪ বছর গৃহযুদ্ধের পর আঙ্গোলায় যুদ্ধ বিরতি হয়।
• ১৯৯৪ -২০ বছর পর দক্ষিণ আফ্রিকা পুনরায় জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
• ১৯৯৬ -শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে।
• ১৯৯৮ -পৃথিবীর ১১তম ও বাংলাদেশের সর্ববৃহৎ যমুনা সেতু উদ্বোধন করা হয়।

জন্ম
• ১৬৬৮ - গিয়াম্বাটিস্টা ভিকো, ইতালীয় আইনজ্ঞ, ঐতিহাসিক ও দার্শনিক।
• ১৭৬৩ - জোসেফিন, ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপোর্টের স্ত্রী।
• ১৮২৪ - কার্ল রেইনেকে, জার্মান পিয়ানোবাদক ও সুরকার।
• ১৮৬৭ -হরিচরণ বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন ‘বঙ্গীয় শব্দকোষ’ অভিধান রচয়িতা।
• ১৮৮৯ -আনা আখমাতোভা, ইউক্রেনীয় রাশিয়ান কবি ও লেখক।
• ১৮৯৪ -অষ্টম এডওয়ার্ড, যুক্তরাজ্য রাজা।
• ১৯০৭ -জেমস মেয়াডে, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ অর্থনীতিবিদ ও অধ্যাপক।
১৯১২ -অ্যালান টুরিং, ইংরেজ গণিতবিদ, যুক্তিবিদ ও ক্রিপ্টোবিশেষজ্ঞ।
• ১৯১৬ -লেন হাটন, ইংরেজ ক্রিকেটার।
• ১৯২২ - সফিউদ্দিন আহমেদ, বাংলাদেশী প্রখ্যাত চিত্রশিল্পী।
• ১৯৩৬ -সিরাজুল ইসলাম চৌধুরী, একজন বাংলাদেশী লেখক, প্রাবন্ধিক ও শিক্ষক।
• ১৯৩৭ -মারটি্ আহটিসারি, নোবেল পুরস্কার বিজয়ী ফিনিশ রাজনীতিবিদ ও ফিনল্যান্ড এর ১০তম প্রেসিডেন্ট।
• ১৯৪০ -মাইক শ্রিম্পটন, নিউজিল্যান্ডীয় সাবেক ক্রিকেটার ও কোচ।
• ১৯৫৭ -ডেভিড লড হটন, জিম্বাবুয়ে সাবেক ক্রিকেটার ও কোচ।
• ১৯৫৭ -ফ্রান্সেস ম্যাকডরমান্ড, আমেরিকান অভিনেত্রী।
• ১৯৬৪ -জস্ ওহেডন, আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৭২ -জিনেদিন জিদান, সাবেক ফরাসি কিংবদন্তি ফুটবল খেলোয়াড়।
• ১৯৭৬ -প্যাট্রিক ভিয়েরা, তিনি ফরাসি ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৮০ -ফ্রান্সেসকা সচিয়ানোনে, ইতালীয় টেনিস খেলোয়াড়।
• ১৯৮০ -জেসিকা টেলর, ইংরেজ মডেল ও গায়িকা।
• ১৯৮৪ -ডুফি, ওয়েলস গায়িকা, গীতিকার ও অভিনেত্রী।

মৃত্যু
• ০০৭৯ -ভেস্পাসিয়ান, তিনি ছিলেন রোমান সম্রাট।
• ১৮০৬ -মাথুরিন জ্যাকে জাকুইয়েস বরিসন, তিনি ছিলেন ফরাসি প্রাণিবিজ্ঞানী ও দার্শনিক।
• ১৮৩৬ -জেমস মিল, স্কটিশ ইতিহাসবেত্তা, অর্থনীতিবিদ, রাজনৈতিক তাত্ত্বিক ও দার্শনিক।
• ১৮৯১ -উইলহেম এডুয়ার্ড ওয়েবার, জার্মান পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।
• ১৯৫৯ -বরিস ভিয়ান, ফরাসি লেখক, কবি ও নাট্যকার।
• ১৯৮০ -ভি.ভি. গিরি, ভারতীয় রাজনীতিবিদ ও ভারতের ৪র্থ প্রেসিডেন্ট।
• ১৯৯৬ -আন্দ্রিয়াস পাপান্ডরেওউ, গ্রিক অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ১৭৪ তম প্রধানমন্ত্রী।
• ১৯৯৬ - রেমন্ড রাসেল লিন্ডওয়াল, অস্ট্রেলীয় ক্রিকেটার ও রাগবি খেলোয়াড়।
• ২০১৩ -রিচার্ড মাথেসন, আমেরিকান লেখক ও চিত্রনাট্যকার।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।