ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

শহীদ জননী জাহানারা ইমামের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
শহীদ জননী জাহানারা ইমামের প্রয়াণ

ঢাকা: ইতিহাস কথা বলে। মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়; যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ ২৬ জুন, ২০১৯, বুধবার। ১২ আষাঢ়, ১৪২৬ বঙ্গাব্দ। ২১ শাওয়াল, ১৪৪০ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
• ১৯৩৪ -প্রথমবারের মতো ব্যবহারিক হেলিকপ্টার ‘ফক উল্‌ফ এফ ডাব্লিউ ৬১’ আকাশে উড়ে।
• ১৯৬০ -সোমালিল্যান্ড স্বাধীনতা অর্জন করে।
• ১৯৭৪ -প্রথমবারের মত বারকোড ব্যবহার করে খুচরা পণ্য বিক্রি শুরু হয়।
• ১৯৭৯ -কিংবদন্তির বক্সার মোহাম্মাদ আলি অবসর গ্রহণ করেন।
• ২০০০ -বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার স্থায়ী সদস্যপদ লাভ করে।

জন্ম
• ১৮৩৮ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।  

বঙ্কিম উনিশ শতকের বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক। জন্ম ১৮৩৮ সালের ২৩ জুন (১৩ আষাঢ় ১২৪৫)। বর্তমান উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে। ১৮৫২ সালে ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে সাহিত্যচর্চা শুরু। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদান। বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক। ছদ্মনাম হিসেবে বেছে নিয়েছিলেন কমলাকান্ত নামটি। ১৮৯৪ সালের ৮ এপ্রিল মৃত্যু হয় তার।

• ১৮৮৭ -যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বাংলা ভাষার কবি।

• ১৯১২ -জীবন ঘোষাল, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
• ১৯১৩ -এমে সেজায়ার, ফরাসি ভাষার কবি, লেখক ও রাজনীতিবিদ।

মৃত্যু
• ১৮৩৬ -ক্লদ জোসেফ রুজে দ্য লিল, ফরাসি জাতীয় সংগীতের লেখক।
• ১৯৯৪ -জাহানারা ইমাম, বাংলাদেশি লেখিকা।
জাহানারা ইমাম। শহীদ জননী, কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল আন্দোলনের নেত্রী। বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে তার জন্ম। একাত্তরে তার ছেলে শাফী ইমাম রুমী দেশের মুক্তিসংগ্রামে অংশ নেন, কয়েকটি সফল গেরিলা অপারেশনের পর পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হন এবং পরবর্তীতে নির্মমভাবে শহীদ হন। রুমীর শহীদ হওয়ার সূত্রেই জাহানারা ইমাম শহীদ জননীর মযার্দায় ভূষিত হন৷ ১৯৯২ সালের ১৯ জানুয়ারি গঠিত ১০১ সদস্যবিশিষ্ট একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক ছিলেন জাহানারা ইমাম। তার বিখ্যাত গ্রন্থ ‘একাত্তরের দিনগুলি’। ১৯৯৪ সালের ২৬ জুন আমেরিকার মিশিগান স্টেটের ডেট্রয়েটে চিকিৎসাধীন অবস্থায় তার জীবনাবসান ঘটে। সেখান থেকে ঢাকায় এনে তাকে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।