ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিকের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫০ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিকের প্রয়াণ ছবি:সংগৃহীত

ঢাকা: ইতিহাস কথা বলে। মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়; যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ ২৮ জুন, ২০১৯, শুক্রবার। ১৪ আষাঢ়, ১৪২৬ বঙ্গাব্দ। ২৩ শাওয়াল, ১৪৪০ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৮২১ -স্পেনের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে পেরু স্বাধীনতা ঘোষণা করে।
১৯১৩ -বঙ্গীয় কৃষক লীগ প্রতিষ্ঠা।
১৯১৪ -সার্বিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়া ও হাঙ্গেরির যুদ্ধ ঘোষণার সঙ্গে সঙ্গে প্রথম বিশ্বযুদ্ধ শুরু।
১৯৫০ -তাইওয়ানকে সাহায্য করার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রুম্যান।
১৯৬৩ -জেনারেল আমিন আল হাফিজ সিরিয়ার প্রেসিডেন্ট হলেন।
১৯৬৭ -পূর্ব চীনের তাঙ্ক শান শহরে সাত দশমিক নয় মাত্রার ভয়াবহ ভুমিকম্প হয়েছিল।
১৯৭৪ -যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিঙ্নের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়।
১৯৭৬ - চীনের টাংশানে ভয়াবহ ভূমিকম্পে আট লাখ লোকের প্রাণহানি।
১৯৮৮ - চীনে টক্কর খেয়ে একশো জাহাজডুবি।

জন্ম
১৮০৪ -লুডউইগ ফয়েরবাক, জার্মান দার্শনিক।
১৯৮১ -মাইকেল ক্যারিক, ইংরেজ ফুটবলার।
১৯০৪ -পাভেল আ. চেরেংকভ, নোবেলজয়ী সোভিয়েত পদার্থবিদ।

মৃত্যু
১৭৫০ -জোহান সেবাস্টিয়ান বাখ, জার্মান সুরকার।
১৯৮০ -মোহাম্মদ রেজা শাহ পাহলভি।
১৯৯২ -ভারতের প্রখ্যাত অভিনেতা আমজাদ খান।
২০০৪ -ফ্রান্সিস ক্রিক, ইংরেজ পদার্থবিদ, আণবিক জীববিজ্ঞানী এবং স্নায়ুবিজ্ঞানী।
২০১০ -বিএনপি দলের সাবেক মহাসচিব মান্নান ভূঁইয়া।
২০১৬ -প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবী।
২০১৭-৯নং সাব-সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিন আহমদ।

বাংলাদেশ সময়: ০০৪১ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।