ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

রং-বেরঙের ঘুড়িতে সেজেছে নিউজার্সির আকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
রং-বেরঙের ঘুড়িতে সেজেছে নিউজার্সির আকাশ নিউজার্সির আকাশে বাহারি রঙের ঘুড়ি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে চলছে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব-২০১৯। পঞ্চমবারের মতো এ উৎসব চলছে নিউজার্সির লংবিচ আইল্যান্ডে। শুধু যুক্তরাষ্ট্রই নয়, অন্য দেশের ঘুড়িপ্রেমীরাও এসে জড়ো হয়েছেন দ্বীপটিতে। এরই মধ্যে নানা রং ও নকশার ঘুড়িতে সেজে উঠেছে লংবিচের আকাশ।

কিলবিলে পা নেড়ে আকাশে উড়ছে অক্টোপাস।  ছবি: সংগৃহীত

অক্টোপাস সাগরের বিভীষিকা হতে পারে।

কিন্তু, সেটিকে আকাশে উড়তে দেখলে ভয়ের কিছু নেই! এই অক্টোপাস কিলবিলে পা নেড়ে ভয় দেখাচ্ছে না। বরং, অতিকায় শরীরে নানা রঙের বিচ্ছুরণ ছিটিয়ে আকর্ষণ করছে পর্যটকদের।

ঘোড়ার ওড়াউড়ি দেখতে ভিড় জমাচ্ছে সবাই।  ছবি: সংগৃহীত
আকাশে ওড়া থেকে বাদ যায়নি টগবগে ঘোড়াও। দুই পা তোলা ঘোড়ার বীরদর্পে ওড়াউড়ি দেখতে ভিড় জমিয়েছে ছেলে-বুড়ো সবাই।

হাসিমুখে অভ্যর্থনা জানাচ্ছে কালো তিমিগুলো।  ছবি: সংগৃহীত
কালো তিমিগুলো অনেকেরই আকর্ষণের কেন্দ্রবিন্দু। কালো তিমি মূলত ‘কিলার হোয়েল’ নামেই বেশি পরিচিত। খুনে মেজাজের এ তিমিগুলো ক্ষুধার তাড়নায় নিজের বাচ্চাকেও খেয়ে ফেলতে পারে। কিন্তু, আকাশে উড়তে থাকা তিমিগুলোর মধ্যে সেই ভাব নেই। তারা যেন হাসিমুখেই অভ্যর্থনা জানাচ্ছে দর্শনার্থীদের।

কার্টুন চরিত্রগুলোকেও আকাশে ভাসতে দেখে উচ্ছ্বাসে মাতছে শিশুরা।  ছবি: সংগৃহীত

জনপ্রিয় কার্টুন চরিত্রগুলোকেও আকাশে ভাসতে দেখে উচ্ছ্বাসে মাতছে শিশুরা। গোটা আকাশটাই যেন রূপকথার রাজ্য হয়ে ধরা দিচ্ছে তাদের চোখে।

উৎসবে প্রাধান্য পেয়েছে বন্য পশুপাখিরা।  ছবি: সংগৃহীত

এবারের ঘুড়ি উৎসবে প্রাধান্য পেয়েছে বন্য পশুপাখিই। তাদের প্রতি শিশু-কিশোরদের মমত্ববোধ বাড়াতেই এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
কেএসডি/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।