ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফিচার

ছবিতে স্যার ফজলে হাসান আবেদের শেষ বিদায়

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
ছবিতে স্যার ফজলে হাসান আবেদের শেষ বিদায় স্যার ফজলে হাসান আবেদের কফিনে ফুলেল শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ। ছবি: জিএম মুজিবুর

শুক্রবার (২০ ডিসেম্বর) না ফেরার দেশে চলে গেলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। রোববার (২২ ডিসেম্বর) শ্রদ্ধা ও ভালোবাসায় অশ্রুসিক্ত নয়নে তাকে শেষ বিদায় জানাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে জড়ো হন তার আত্মীয়-স্বজন, বন্ধু, সহকর্মী ও দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি সর্বস্তরের সাধারণ জনতা। স্টেডিয়ামে হাজারও মানুষের অংশগ্রহণে তার জানাজা সম্পন্ন হয়। 

 

গাড়িতে করে এলো স্যার ফজলে হাসান আবেদের মরদেহ।  ছবি: জিএম মুজিবুর

সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য স্যার ফজলে হাসান আবেদের মরদেহ সকাল সাড়ে ১০টায় আর্মি স্টেডিয়ামে আনা হয়।

 

স্টেডিয়ামের নির্দিষ্ট স্থানে রাখা হলো স্যার ফজলে হাসান আবেদের কফিন।  ছবি: জিএম মুজিবুর

আগে থেকেই প্রস্তুত করে রাখা হয়েছিল স্টেডিয়াম। শ্রদ্ধা-ভালোবাসায় শেষ বিদায় জানাতে সকাল সাড়ে ১০টায় স্যার আবেদের কফিন নির্দিষ্ট স্থানে রাখা হলো।

 

স্যার ফজলে হাসান আবেদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন জাতীয় সংসদের  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।  ছবি: জিএম মুজিবুর

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদেন করা হলো স্যার আবেদের কফিনে। ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

 

স্যার আবেদকে শেষ শ্রদ্ধা জানাতে আর্মি স্টেডিয়ামে জড়ো হয়েছেন হাজারও মানুষ।  ছবি: জিএম মুজিবুর

স্যার আবেদকে শেষ বিদায় জানাতে তীব্র শীত উপেক্ষা করে স্টেডিয়ামে জড়ো হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার হাজারও মানুষ।

 

স্যার আবেদের জন্য নিবেদিত শোকবইতে লিখছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।  ছবি: জিএম মুজিবুর

স্যার আবেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে খোলা হয় শোকবই। দেশি-বিদেশি বিশিষ্টজনেরা তাকে শ্রদ্ধা জানিয়ে মন্তব্য করে সই করেন শোকবইতে।

 

দুপুর পৌনে ১টায় স্যার আবেদের জানাজা সম্পন্ন হয়।  ছবি: জিএম মুজিবুর

দুপুর পৌনে ১টায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে স্যার আবেদের জানাজা সম্পন্ন হয়।

 

দুপুর ১টা ৪৫ মিনিটে বনানী কবরস্থানে দাফন করা হয় স্যার আবেদকে।  ছবি: জিএম মুজিবুর

দুপুর ১টা ৪৫ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে।  এভাবেই শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হয় স্যার ফজলে হাসান আবেদকে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এফএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।