ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফিচার

আলোকচিত্রে কুয়াকাটা সমুদ্রসৈকত!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
আলোকচিত্রে কুয়াকাটা সমুদ্রসৈকত!

ঢাকা: বাংলাদেশের পর্যটনকেন্দ্রগুলোর মধ্যে অন্যতম কুয়াকাটা সমুদ্রসৈকত। পর্যটকদের কাছে ‘সাগর কন্যা’ হিসেবে পরিচিত এই সমুদ্রসৈকত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত।

ডিসেম্বরের শীতেও অনেক পর্যটকই ছুটে যাচ্ছেন নৈসর্গিক এই সমুদ্রসৈকতে। পরিবার কিংবা বন্ধুদের নিয়ে কাটাচ্ছেন প্রিয় মুহূর্ত।

পটুয়াখালী জেলায় অবস্থিত কুয়াকাটা বাংলাদেশের একমাত্র সমুদ্রসৈকত যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত, দু’টোই দেখা যায়।

পৌষে কেমন রূপে নিয়েছে কুয়াকাটা সমুদ্রসৈকত! আলোকচিত্রের মাধ্যমে সেটিই তুলে ধরা হলো বাংলানিউজের পাঠকদের জন্য। ক্যামেরায় সমুদ্রসৈকতের মুহূর্তগুলো ফ্রেমবন্দি করেছেন পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল সিয়াম।

ট্রলার নিয়ে সমুদ্রে মাছ শিকারে জেলেরা।

ট্রলার নিয়ে কুয়াকাটা সমুদ্রসৈকতে মাছ শিকারে জেলেরা।

সমুদ্রের পাড়ের বালুতে রাখা নৌকা।

সমুদ্রের পাড়ের বালুতে রাখা নৌকা।

পানিতে ঢেউয়ের খেলা।

সমুদ্রের পানিতে ঢেউয়ের খেলা।

প্রখর রোদে সমুদ্রসৈকত।

প্রখর রোদে সমুদ্রসৈকত।

পাড়ের বালুতে ট্রলার নিয়ে যাচ্ছেন জেলেরা।

সমুদ্রের পানি থেকে পাড়ের বালুতে ট্রলার নামাচ্ছেন জেলেরা।

সমুদ্রে মাছ শিকার শেষে সেগুলো নিয়ে আসছেন জেলেরা।

সমুদ্রে মাছ শিকার শেষে সেগুলো নিয়ে আসছেন জেলেরা।  

সমুদ্রের পাড়ে পর্যটকদের জন্য রাখা কিটকট।

সমুদ্রের পাড়ে পর্যটকদের জন্য রাখা কিটকট।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।