ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

ভাষাবিদ সত্যেন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
ভাষাবিদ সত্যেন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ সত্যেন্দ্রনাথ ঠাকুর

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৯ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার। ২৫ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৭৫৭- রবার্ট ক্লাইভ হুগলি দখল করেন।  
১৭৯২- তুরস্কের ওসমানিয়া সাম্রাজ্য ও রাশিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর।
১৮১১- স্কটল্যান্ডে প্রথম নারী গলফ টুর্নামেন্ট শুরু হয়।
১৮১৬- স্যার হামফ্রে ডেভির নিরাপত্তা বাতি সর্বপ্রথম হেববার্ন কয়লার খনিতে ব্যবহার।
১৯৫১- নিউইয়র্ক সিটিতে জাতিসংঘ সদরদপ্তরের আনুষ্ঠানিক উদ্বোধন।
১৯৬০- মিশরের নীলনদের ওপর বিশ্ববিখ্যাত আসোয়ান বাঁধের নির্মাণ কাজ শুরু করা হয়।

জন্ম
১৯১২- বাঙালি, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী রামকৃষ্ণ রায়।
১৯১৩- যুক্তরাষ্ট্রের ৩৭তম রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন।
১৯২৫- বাঙালি সাংবাদিক, কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট সন্তোষ গুপ্ত।

মৃত্যু
১৮৭৩- ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট।
১৯২৩- বাঙালি লেখক, সংগীতস্রষ্টা ও ভাষাবিদ সত্যেন্দ্রনাথ ঠাকুর।

১৮৪২ সালের ১ জুন কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় ছেলে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই। তিনি ছিলেন ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয়। ১৮৬৩ সালের জুন মাসে সত্যেন্দ্রনাথ ইন্ডিয়ান সিভিল সার্ভিসে নির্বাচিত হন। ব্রিটিশ ভারতের নারীমুক্তি আন্দোলনে সত্যেন্দ্রনাথ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন।

সত্যেন্দ্রনাথ নয়টি বাংলা ও তিনটি ইংরেজি গ্রন্থ রচনা করেন। সে সবের মধ্যে সুশীলা ও বীরসিংহ নাটক (১৮৬৭), বোম্বাই চিত্র (১৮৮৮), নবরত্নমালা, স্ত্রীস্বাধীনতা, বৌদ্ধধর্ম (১৯০১), আমার বাল্যকথা ও বোম্বাই প্রয়াস (১৯১৫), ভারতবর্ষীয় ইংরেজ (১৯০৮), Raja Rammohan Roy ইত্যাদি বিশেষ খ্যাতি অর্জন করে। এছাড়া তার কৃত তিলকের ভগবদ্গীতাভাষ্য, কালিদাসএর মেঘদূত এবং তুকারামের অভঙ্গের অনুবাদ বিশেষ উল্লেখযোগ্য। তিনি বেশকিছু ব্রহ্ম সংগীত ও দেশাত্মবোধক গানও রচনা করেন। এবং কিছুকাল তত্ত্ববোধিনী পত্রিকা সম্পাদনা করেন।

১৯৪৫- ব্রিটিশ দার্শনিক ও ঐতিহাসিক রবিন জর্জ কলিংউড।
১৯৯৪- কমিউনিস্ট নেতা দেবেন শিকদার।

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।