ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

অ্যালান পো’র জন্ম, দেবেন্দ্রনাথের প্রয়াণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
অ্যালান পো’র জন্ম, দেবেন্দ্রনাথের প্রয়াণ

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৯ জানুয়ারি ২০২০ রোববার। ০৫ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৮৩৯- ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি ইয়েমেনের বন্দরনগরী এডেন দখল করে।
১৯৯৩- চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া জাতিসংঘে যোগ দেয়।
২০১২- হংকংভিত্তিক ফাইল শেয়ারিং ওয়েবসাইট মেগাআপলোড বন্ধ করে দেয় এফবিআই।
১৮৮৩- টমাস আলভা এডিসন প্রথমবারের মতো তার ব্যবহার করে বৈদ্যুতিক বাতি তৈরি করেন।
১৯৮৩- অ্যাপল প্রথমবারের মতো পার্সোনাল কম্পিউটার এ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ও মাউস ব্যবহারের ঘোষণা দেয়।
১৯৮৬- প্রথমবার আইবিএম কম্পিউটারে ভাইরাস পাওয়া যায়। যা তৈরি করেছিলেন দু’জন পাকিস্তানি নাগরিক।

জন্ম
১৭৩৬- স্কটিশ রসায়নবিদ ও প্রকৌশলী জেমস ওয়াট।
১৭৯৮- ফরাসি সমাজবিজ্ঞানী অগাস্ত কোঁত।
১৮০৯- মার্কিন কবি, গল্পকার, সম্পাদক ও সমালোচক এডগার অ্যালান পো।

বৈচিত্র্যময় জীবনের অধিকারী এ প্রতিভাবান সাহিত্যিকের জীবন কাটে নানা রকম যন্ত্রণা, আর্থিক দৈন্যদশা ও মানসিক অস্থিরতার মধ্যে। এরপরও কয়েকটি গভীর আবেদনময় কবিতা ও ব্যতিক্রমধর্মী ছোটগল্প রচনা করে শুধু মার্কিন সাহিত্যভুবনে নয়, বিশ্বসাহিত্যের অঙ্গনেও নিজের জন্য একটি গৌরবমণ্ডিত স্থায়ী আসন করে নিয়েছেন। তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে রয়েছে ‘হেলেনের প্রতি’, ‘স্বপ্ন’, ‘ইসরাফিল’, ‘দাঁড়কাক’, ‘অ্যানাবেল লী’ প্রভৃতি। তার বেশ কয়েকটি ছোটগল্পে রহস্য, খুনখারাবি ভরা ও আতঙ্কতাড়িত পরিবেশ সৃষ্টি করেছেন। গোয়েন্দা-গল্পের ক্ষেত্রেও তার অবদান স্মরণীয়। আজও পো’র সাহিত্যকর্ম সাধারণ পাঠক ও বিদগ্ধ সমালোচক সবার কাছে সমাদৃত হচ্ছে।

১৯২২- অস্ট্রেলিয়ান ক্রিকেটার আর্থার মরিস।
১৯৩১- বাংলাদেশি উচ্চাঙ্গ সংগীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক ওস্তাদ বাহাদুর হোসেন খান।  
১৯৩৫- ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।
১৯৫৯- মার্কিন কম্পিউটার বিজ্ঞানী এবং প্রোগ্রামার ডেনিস কুপার।

মৃত্যু
১৯০৫- সমাজ সংস্কারক দেবেন্দ্রনাথ ঠাকুর।

তিনি ছিলেন ব্রাহ্মধর্ম প্রচারক ও দার্শনিক। ১৮১৭ সালের ১৫ মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ও মা দিগম্বরী দেবী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কনিষ্ঠ পুত্র।

১৯৭৮- বাঙালি নাট্যব্যক্তিত্ব বিজন ভট্টাচার্য।
২০০২- ব্রাজিলিয়ান ফুটবলার ভাভা।
২০০৪- অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও ধারাভাষ্যকার ডেভিড হুকস।
১৯৫৪- জার্মান গণিতবিদ ও পদার্থবিদ থিওডর কালুজা।

বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।