ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফিচার

‘খাইঞ্জা হিছা’র ধুম পড়েছে সিলেটে

নাসির উদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
‘খাইঞ্জা হিছা’র ধুম পড়েছে সিলেটে

সিলেট: ‘খাইঞ্জা হিছা’। সিলেটের আঞ্চলিক শব্দ দু’টির অর্থ বেশ সুন্দর ও আনন্দদায়ক বটে।

সিলেটের গ্রামেগঞ্জে বিল, বাদাল, পুকুর সেচ দেওয়ার পর মাছ ধরার প্রক্রিয়াকে গ্রামীণ ভাষায় বলা হয় ‘খাইঞ্জা হিছা’।

আর ‘খাইঞ্জা হিছা’ বা সেচ দেওয়ার সময় যখন পানি একেবারে শুকিয়ে তলানিতে চলে যায় তখন মাছের লাফালাফি দেখার মতো।

শীতের শেষ থেকে চৈত্রের শেষ সময় পর্যন্ত সিলেটের গ্রামাঞ্চলে বিল-বাদাল, জলাশয় ও জমির ডোবায় ‘খাইঞ্জা হিছা’র ধুম পড়েছে। দিনের শুরু থেকে শেষ বিকেলে কোথাও না কোথাও জলাশয় সেচ দিয়ে মাছ শিকার করতে দেখা যায়।

মাছ ধরা উৎসব।  ছবি: বাংলানিউজ

মাছ ধরার উৎসবে মেতে উঠে বিভিন্ন বয়সীরা। হাতে মাছ ধরা ছাড়াও ব্যবহার করে থাকেন জাকিজাল (উড়াল জাল), পেলন জাল (ঠ্যালা জাল), পলো প্রভৃতি মাছ ধরার উপকরণ। বিশেষ করে শিশু-কিশোররা খালি হাতেই খালে-বিলে নেমে যায় মাছ ধরতে।

দেশি জিওল মাছ অর্থাৎ কৈ, মাগুর, শিং, টাকি, ট্যাংরা, বড় বাইম, বাইম চিক্রি, পুঁটি, মখা (মলা), শোল, গজার, আইড় মাছসহ দেশি জাতের মাছই ধরা পড়ে বেশি। তাছাড়া ধরা পড়ে ফিশারিসহ বিভিন্ন জলমহালের মাছও। এগুলো মূলত বর্ষার সময় খাল-বিল, ডোবায় বা নিচু জলাভূমিতে আশ্রয় নেয়।

শীতের শেষ সময়ে সিলেটের গ্রামাঞ্চলে এখন মাছ ধরার ধুম চলছে। বিশেষ করে ‘খাইঞ্জ হিছা’য় বা সেচে অল্প পানি থাকলে ‘হেওত’ (বাঁশের লাঠির সমন্বয়ে বা বেত বা টিনের তৈরি এক প্রকার সেচ উপকরণ) দিয়ে শুকিয়ে নেওয়া হয়। আর জলাশয়ে পানির পারিমাণ বেশি থাকলে মেশিন বসিয়ে সেচ দিয়ে শুকিয়ে নেওয়া হয়। এর বাইরেও বিল বাদালে পলো দিয়ে মাছ ধরা বা ‘পলো বাওয়া’ উৎসব হয় সিলেটের গ্রামের হাওরে-জলাশয়ে।

সম্প্রতি সিলেটের বিয়ানীবাজার উপজেলায় উত্তর আকাখাজানা গ্রামের একটি জলাশয়ে এবং বিশ্বনাথের খাজাঞ্জি গ্রামের বিল, হাওরে মাছ ধরতে দেখা গেলো।

মাছ ধরার উৎসব চলে চৈত্রের শুরুর দিনগুলোতেও।  ছবি: বাংলানিউজ

বিয়ানীবাজারের হিফজুর রহমান বাংলানিউজকে বলেন, প্রতি বছর এমন দিনে জলাশয় ও বিলে বাদালে খাইঞ্জা হিছার মাধ্যমে আমরা মাছ ধরি। জলাশয়ে এলাকার বহু মানুষের ভাগ আছে।

মনসুর আহমেদ নামের আরেক যুবক বাংলানিউজকে জানান, এই সময়টিতে পূর্ব সিলেটের বিভিন্ন এলাকায় মাছ ধরা উৎসব হয়ে থাকে। বেশির ভাগ বিল, হাওর বা অনাবাদি জমিতে মাছ পাওয়ার আশায় মানুষ আগে থেকে গর্ত করে রাখেন যেন বর্ষা মৌসুমে মাছ এসে জড়ো হয়। এই এলাকার বড়বিল, ফজরাই বিল,গড়বিল, উত্তর হাওর খাইঞ্জ হিছে মাছ ধরা হয়।

একইভাবে সিলেটের অন্য উপজেলাগুলোর হাওর, বিল বাদালেও এভাবে মাছ ধরা হয়।

বাংলাদেশ  সময়: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
এনইউ/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।