ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

শিক্ষাবিদ কাজী মোতাহার হোসেনের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
শিক্ষাবিদ কাজী মোতাহার হোসেনের জন্ম কাজী মোতাহার হোসেন

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়— যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৩০ জুলাই ২০২০, বৃহস্পতিবার। ১৫ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
৭৬২- আব্বাসীয় খলিফা আল-মনসুর বাগদাদ শহর প্রতিষ্ঠা করেন।
১৫০২- ক্রিস্টোফার কলম্বাস তার চতুর্থ সমুদ্র যাত্রায় হন্ডুরাসের উপকূলবর্তী গুয়ানায়া দ্বীপে অবতরণ করেন।
১৬২৯- ইতালির নেপলস শহরে ভূমিকম্পে ১০ হাজার লোকের প্রাণহানি।
১৬৫৬- পোলিশদের পরাজয়ের মধ্য দিয়ে ওয়ারশ যুদ্ধের অবসান হয়।

জন্ম
১৮৬৩- মার্কিন মোটর কোম্পানি ফোর্ডের প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড।
১৯৬৪- প্রখ্যাত জার্মান ফুটবলার ইয়ুর্গেন ক্লিন্সমান।
১৮৭৪- ব্রিটিশ ফুটবলার বিলি মেরেডিথ।
১৮৯৭- বাংলাদেশি পরিসংখ্যানবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক ও শিক্ষাবিদ কাজী মোতাহার হোসেন।

শিক্ষার সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবিতে পঞ্চাশ ও ষাটের দশকে পূর্ব বাংলায় যে আন্দোলন গড়ে উঠেছিল, তিনি ছিলেন এর একজন পৃষ্ঠপোষক। তিনি বাংলা একাডেমির প্রতিষ্ঠাতাদের একজন। বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতির ওপর অনেক বই ও প্রবন্ধ লিখেছেন। তার লেখা বইগুলোর মধ্যে সঞ্চয়ন (১৯৩৭) (প্রবন্ধ সংকলন), নজরুল কাব্য পরিচিতি (১৯৫৫), সেই পথ লক্ষ্য করে (১৯৫৮), সিম্পোজিয়াম (১৯৬৫), গণিত শাস্ত্রের ইতিহাস (১৯৭০), আলোক বিজ্ঞান (১৯৭৪), নির্বাচিত প্রবন্ধ (১৯৭৬), প্লেটোর সিম্পোজিয়াম (অনুবাদ-১৯৬৫) অন্যতম।

১৯৫৩- বাংলাদেশি অভিনেত্রী ববিতা।
১৯৭৫- বাংলাদেশি অভিনেত্রী, সাংবাদিক ও উপস্থাপক তাজিন আহমেদ।
১৯৯৬- বাংলাদেশি সংগীতশিল্পী সাবরিনা পড়শী।

মৃত্যু
১৭৭১- ইংরেজ কবি টমাস গ্রে।
১৯৮০- বাঙালি চারুশিল্পী গোপাল ঘোষ।
১৯৮৭- জনপ্রিয় ঔপন্যাসিক ও ছোট গল্পকার বিভূতিভূষণ মুখোপাধ্যায়।

সাহিত্যের বিভিন্ন ধারার উপন্যাস ও গল্পগ্রন্থের রচনা করেন। রসরচনায়ও রয়েছে তার অসামান্য দক্ষতা। তিনি অনেক কৌতুক ও রঙ্গরসের গল্পও লিখেছেন। ১৮৯৪ সালের ২৪ অক্টোবর তার জন্ম।

২০০৭- সুইডিশ মঞ্চ ও চলচ্চিত্র নির্দেশক ইংমার বার্গম্যান।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।