ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

সালমান শাহর প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২০
সালমান শাহর প্রয়াণ সালমান শাহ, ফাইল ফটো

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়— যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৬ সেপ্টেম্বর ২০২০, রোববার। ২২ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৪৯২- দিনে কলম্বাসের নৌবহর ক্যানারি দ্বীপপুঞ্জ ত্যাগ করে।
১৬৫৭- মোগল সম্রাট শাহজাহান আকস্মিক অসুস্থ হয়ে পড়লে সিংহাসন নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
১৭১৬- বোস্টনে প্রথম বাতিঘর স্থাপিত হয়।
১৭৭৮- অবিভক্ত বাংলা তথা ভারতের প্রথম ছাপাখানা স্থাপিত হয় হুগলিতে।
১৮৩৯- নিউইয়র্কে বড় ধরনের অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
১৮৭৯- লন্ডনে ব্রিটেনের প্রথম টেলিফোন এক্সচেঞ্জ স্থাপিত হয়।
১৮৮০- ইংল্যান্ডে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু।
১৯০৫- আটলান্টা জীবন বীমা কোম্পানি প্রতিষ্ঠিত হয়।
১৯২৪- মুসোলিনির ওপর আত্মঘাতী হামলা ব্যর্থ হয়।
১৯২৭- ভারতের নাগপুরে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে।
১৯৩৯- জার্মানি প্রথম ব্রিটেনে বিমান হামলা করে।
১৯৪০- যুবরাজ মাইকেল রোমানিয়ার রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৯৬৫- পাক-ভারত সীমান্তে মাসব্যাপী উত্তেজনা ও সংঘর্ষের পর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভূ-খণ্ডে ব্যাপক হামলা শুরু করে।
১৯৬৮- দক্ষিণ আফ্রিকান দেশ সোয়াজিল্যান্ড ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।

জন্ম
১৭৬৬- রসায়নবিদ ও পদার্থবিদ জন ডাল্টন।
১৮৯২- নোবেলজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন।
১৯১৩- প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার লিওনি দাস।
১৯১৮- সংগীতশিল্পী জগন্ময় মিত্র।
১৯৭৬- ইংরেজ অভিনেত্রী নাওমি হ্যারিস।
১৯৯৫- বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান।

সাতক্ষীরায় জন্ম। বাঁ-হাতি এই পেসারকে ক্রিকেট বিশ্বে ‘কাটার মাস্টার’ নামে অবিহিত করা হয়। বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি তার প্রথম দুই ম্যাচে এগারোটি উইকেট লাভ করেন। আইপিএলেও অসাধারণ খেলেছেন। তিনিই একমাত্র খেলোয়াড় যিনি একদিনের আন্তর্জাতিক এবং টেস্টের অভিষেকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার লাভ করেন। ২০১৫ সালে আইসিসির বর্ষসেরা দলে অন্তর্ভুক্ত হন তিনি।

মৃত্যু
১৯০৭- ফরাসি সাহিত্যিক সুলি প্রুদোম।
১৯৮৯- প্রখ্যাত চিকিৎসক এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইব্রাহিম।
১৯৯০- ইংরেজ ক্রিকেটার লেন হাটন।
১৯৯৫- ভারতীয় সংগীত পরিচালক সলিল চৌধুরী।
১৯৯৬- প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহ।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর তার জন্ম। প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হলেও পরে তিনি চলচ্চিত্রে একজন জননন্দিত শিল্পী হয়ে উঠেন। ১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়। জনপ্রিয় এই নায়ক নব্বইয়ের দশকের বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি সর্বমোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন এবং সবকয়টিই ছিল ব্যবসা সফল। তিনি ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন।

১৯৯৮- জাপানি চলচ্চিত্র পরিচালক আকিরা কুরোসাওয়া।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।