ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১, ৮ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ, ০৮ জমাদিউস সানি ১৪৪২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৫০০: ডিউক লুদভিক সোফারজ মিলান জয় করেন।
১৬৯১: ইউরোপে সর্বপ্রথম কাগুজে মুদ্রা ছাপানো হয়।
১৭৮২: আমেরিকার গৃহযুদ্ধ চলাকালে ফ্রান্সের সেনাবাহিনী ব্রিটিশ সেনানিবাস ব্রিমস্টনের সেন্ট কিটস অবরোধ করে।  
১৮৫৪: সান ফ্রান্সিসকোতে স্টিমারে বিস্ফোরণে ৩০০ মানুষ নিহত।  
১৮৬৭: জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ‘জোড়াসাঁকো থিয়েটার’ উদ্বোধন করা হয়।
১৮৯৬: বিজ্ঞানী রন্টজেন সর্বপ্রথম এক্সরে আবিষ্কার করেন।
১৯০০: আইরিশ নেতা জন রেডমন্ড ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেন।
১৯১৯: জার্মান ওয়ার্কার্স পার্টি গঠিত হয়, যা পরে নাৎসি পার্টি হিসেবে পরিচিত পায়।
১৯২২: কাজী নজরুল ইসলামের বিখ্যাত ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশিত।
১৯৫০: ইলা মিত্রের নেতৃত্বে নাচোলে কৃষক বিদ্রোহের সূচনা।
১৯৭১: প্রথম ওয়ানডে ক্রিকেট ম্যাচ মেলবোর্নে অনুষ্ঠিত। এতে অংশগ্রহণ করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
১৯৭২: মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন করেন।
১৯৭২ সালের ২২ জানুয়ারি মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। মুক্তিযুদ্ধের সময় দীর্ঘদিন ভারতে থাকার পর এদিন স্বদেশে ফেরেন তিনি।
১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে জন্মেছিলেন ভাসানী। শৈশবে পিতামাতা হারানো আবদুল হামিদ খান ভাসানী প্রাতিষ্ঠানিক পড়াশোনার কড়াকড়ি পছন্দ করতে পারেননি। ১৯০৭ সাল থেকে ২ বছর তিনি দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করেন। কিন্তু সেখানে বিদ্যাশিক্ষার চেয়ে সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামী রাজনৈতিক চেতনায় বেশি দীক্ষা গ্রহণ করেন তিনি।
১৯০৯ সালে টাঙ্গাইলের কাগমারি স্কুলের শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু হয়। চিত্তরঞ্জন দাশের সাহচর্যে প্রত্যক্ষ রাজনীতিতে তিনি প্রবেশ করেন ১৯১৭ সালে তার জাতীয়তাবাদী দলে যোগদানের মাধ্যমে। ১৯১৯ সালে কংগ্রেসের প্রাথমিক সদস্য হন তিনি। আসামের ধুবড়ী জেলার ভাসানচরে তিনি এক বিশাল কৃষক সম্মেলন আয়োজন করেছিলেন। এরপর লোকমুখে তিনি ‘ভাসানচরের মওলানা’ বা ‘ভাসানীর মওলানা’ হিসেবে পরিচিত হয়ে ওঠেন। পরবর্তীকালে ‘ভাসানী’ শব্দটি তাঁর নামের অবিচ্ছেদ্য অংশ হিসাবে যুক্ত হয়ে যায়।
১৯৭৬ সালের ১৭ নভেম্বর তিনি মারা যান ঢাকায়। তাকে কবর দেওয়া হয় টাঙ্গাইলের সন্তোষে।

জন্ম
১৫৯২: মুঘল সম্রাট শাহজাহান
১৯২৮: পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো
১৯৬৯: মার্কিন গায়ক মার্লিন ম্যানসন

মৃত্যু
১০৬৬: ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড
১৮৯০: প্রথম ভারতীয় ব্যারিস্টার জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর
১৯৩৩: মার্কিন যুক্তরাষ্ট্রের ৩০তম রাষ্ট্রপতি ক্যালভিন কুলিজ
১৯৯৫: প্রথম বাঙালি মুসলমান অভিনেত্রী বনানী চৌধুরী মৃত্যুবরণ করেন

বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।