ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

কাঠগোলাপ 

মো. রাজীন উদ্দিন চৌধুরী, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জুলাই ৫, ২০২১
কাঠগোলাপ  কাঠগোলাপ 

ঢাকা: বাংলায় কাঠগোলাপ, যা ইংরেজিতে ফ্রাঙ্গিপানি (Frangipani) এবং দ্বিপদ নাম প্লুমেরিয়া (Plumeria)।

দুই যুগ আগে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কে ও কার্জন হল এলাকায় দেখা মিলতো কাঠগোলাপের।

যা এখন মানুষের বাসা বাড়িতে অহরহ। শহরের বিভিন্ন নার্সারিগুলোতে বিক্রি হচ্ছে বাহারি রকমের কাঠগোলাপ গাছ। শহর হোক বা গ্রামাঞ্চল, বসতবাড়ির আশেপাশে দু’একটা কাঠগোলাপের গাছ এখন প্রায় দেখা যায়। কাঠগোলাপের ঘ্রাণ রাতের বেলায় চমৎকারভাবে ছড়ায়।  

সাধারণত কাঠগোলাপ গাছটি ৮-১০ মিটার পর্যন্ত উঁচু হতে পারে এবং ফুলগুলো বিচিত্র গড়নের হয়ে থাকে। এ ফুলের অন্যতম বৈশিষ্ট্য হলো কোনো কোনো ফুল দুধের মতো সাদা, কোনোটি সাদা পাপড়ির ওপর হলুদ দাগ, আবার কোনোটি লালচে গোলাপি রঙের।  

কাঠগোলাপ ক্রান্তীয় বৃক্ষ (Apocynaceae) পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদের গণের নাম। কাঠগোলাপ মেক্সিকো, মধ্য আমেরিকা, ভেনেজুয়েলা ও দক্ষিণ ভারতের স্থানীয় ফুল। এই ফুলগুলো বিভিন্ন নামে পরিচিত যেমন- গুলাচি, গোলাইচ, গোলকচাঁপা, চালতা গোলাপ, গরুড়চাঁপা ইত্যাদি।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুলাই ০৫, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।