ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফিচার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি

সাকিব তনু | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১০-২০১১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে এবং স্নাতক প্রোগ্রামে বিভিন্ন ইউনিটের ভর্তির জন্য আবেদন ফরম ১ সেপ্টেম্বর থেকে বিতরণ শুরু হয়েছে। ভর্তির জন্য আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.juniv.edu/admission.php) থেকে সংগ্রহ করে এবং ব্যাংক থেকে স্টুডেন্টস ইনফরমেশন ফরম (SIF) ক্রয় করে ২৭ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ইউনিট অফিসে সকাল ৮টা থেকে দুপুর ১.৩০-এর মধ্যে জমা দিতে হবে।


ক, খ, গ, ঘ ও ঙ ইউনিটের ভর্তি পরীক্ষার স্টুডেন্টস ইনফরমেশন ফরম (SIF) প্রতি সেটের মূল্য ৩০০  টাকা এবং চ ও ছ ইউনিটের স্টুডেন্টস ইনফরমেশন ফরম প্রতি সেটের মূল্য ২০০ টাকা।   SIF পাওয়া যাবে অগ্রণী ব্যাংকের ঢাকার ফার্মগেট শাখা, শাহবাগ জাতীয় জাদুঘর শাখা, গাবতলী শাখায় ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এবং জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের অগ্রণী ব্যাংক শাখা থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এ বছর সাতটি ইউনিটের অধীনে মোট ৩২টি বিভাগে শিক্ষাথী ভর্তি করা হবে।  

পরীক্ষা পদ্ধতি

বিশ্ববিদ্যালয়ে এবার প্রথমবারের মতো ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। MCQপদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। Optical Mark Reader (OMR)  পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৩০ নম্বর কাটা যাবে। প্রার্থীর নিজ হাতে পূরণ না করা, অসম্পূর্ণ, ক্রটিপূর্ণ বা ভুল তথ্যসংবলিত আবেদনপত্র ও SIF বাতিল বলে গণ্য হবে।

পরীক্ষার সময়সূচি

ভর্তির জন্য লিখিত পরীক্ষা আগামী ২৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি সংবাদপত্র ও ওয়েবসাইটের মাধ্যামে জানানো হবে।

আবেদনপত্র সংগ্রহের শর্ত 

ক-ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.৫ পেতে হবে।

খ-ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩ পেতে হবে।
উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় বাংলা ও ইংরেজি বিষয়ে স্বতন্ত্রভাবে ২০০ নম্বর অবশ্যই থাকতে হবে।

গ-ইউনিট (কলা ও মানবিকী অনুষদ) : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩ পেতে হবে।
উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় বাংলা ও ইংরেজি বিষয়ে স্বতন্ত্রভাবে ২০০ নম্বর অবশ্যই থাকতে হবে।

ঘ-ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.৫ পেতে হবে।

ঙ-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) : মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.৫ পেতে হবে।

চ-ইউনিট (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন [আইবিএ-জেইউ]) : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ বিজ্ঞান শাখার জন্য ৪ এবং অন্যান্য শাখার জন্য ৩.৫।

ছ-ইউনিট (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.৫ পেতে হবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৮১৮, সেপ্টেম্বর ১৭, ২০১০  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।