ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ছবিতে ঢাকায় ফেরা মানুষের দুর্ভোগ

শোয়েব মিথুন, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০২১
ছবিতে ঢাকায় ফেরা মানুষের দুর্ভোগ

ঢাকা: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ চলবে। এর মধ্যে ১ আগস্ট কল-কারখানা খোলার সিদ্ধান্তে গণপরিবহন বন্ধ থাকায় রিকশা-ভ্যান, হেঁটে বৃষ্টি মাথায় নিয়ে ঢাকায় ফিরছেন শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ।

 বিধিনিষেধের নবম দিনে রাজধানীর অন্যতম প্রবেশপথ যাত্রাবাড়ী-কাঁচপুর মহাসড়কে এমন চিত্র দেখা গেছে।

ভোগান্তি নিয়ে ঢাকায় ফেরা মানুষের ছবিগুলো যাত্রাবাড়ী-কাঁচপুর মহাসড়ক থেকে তুলেছেন বাংলানিউজের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট শোয়েব মিথুন।

রিকশা-ভ্যান, অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার ও হেঁটে, যে যেভাবে পারছেন ঢাকায় ছুটছেন।

ভারী ব্যাগ নিয়ে হেঁটে ঢাকা ফিরছেন শত শত মানুষ।

পথে পথে দুর্ভোগে। ভ্যানে চেপে ঢাকায় ফিরছেন মানুষ।

রাজধানীর অন্যতম প্রবেশপথ যাত্রাবাড়ী-কাঁচপুর মহাসড়কে ঢাকায় ফেরা মানুষের ঢল।

এদিকে রপ্তানিমুখী শিল্পের শ্রমিক ও সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থে সব ধরনের গণপরিবহন চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই ১ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া শ্রমিকদের কর্মস্থলে ফিরতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব জেলা ও শিমুলিয়া-বাংলাবাজার এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রোববার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)৷

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুলাই ৩১, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।