ঢাকা: ঈদের ছুটি শেষে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীতে ফিরছে সাধারণ মানুষ।
বুধবার (৪ মে) দুপুরের পর থেকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় সরেজমিনে এসে দেখা মিললো এমন চিত্র।
তিনি বাংলানিউজকে বলেন, আসতে তেমন কোন কষ্ট পেতে হয়নি। গাড়ির সিট অর্ধেকের বেশি খালি নিয়ে আসছে, ফেরিতেও কমন জ্যাম পাইনি। গ্রিনল্যান্ড পরিবহনের সুপারভাইজার মো. ইমরান হোসেন বলেন, ২৭ সিটের গাড়িতে ২২ জন যাত্রী নিয়ে খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে এখন আসলাম, আজকে যাত্রী কম দেখে ৫ সিট খালি নিয়ে আসতে হয়েছে, তবে বৃহস্পতিবার সকাল থেকে ১২ তারিখ পর্যন্ত আর কোন সিট খালি নেই। খুলনা থেকে বিক্রি হয়ে গেছে। ঈগল পরিবহনের যাত্রী মোহাম্মদ মারুফ হোসেন বলেন, আমি ফ্যামিলিসহ বাড়িতে গিয়েছিলাম। ঢাকায় বিশেষ জরুরি কাজ থাকার কারণে ঈদ করেই আজ সকালের গাড়িতে উঠতে হয়েছে। আমাদের গাড়িতে খুলনা থেকে ১৩ জন যাত্রী ছিল। আর মাঝেমধ্যে কিছু লোকাল যাত্রী নিয়ে আসছে, রাস্তায় যানজট হয়নি, ফেরিতেও তেমন কষ্ট পেতে হয়নি। তিনি আরও বলেন, বৃহস্পতিবার থেকে লোকজন আসতে শুরু করবে এবং ফেরিতে যানজটের চাপটা বাড়তে পারে।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, মে ০৪, ২০২২
জিএমএম/এএটি