ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

এক পশলা বৃষ্টিতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

দেলোয়ার হোসেন বাদল, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, মে ২৫, ২০২২
এক পশলা বৃষ্টিতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

ঢাকা: সকাল থেকেই জ্যৈষ্ঠ মাসের রোদে উত্তপ্ত ছিল চারিদিক। এতে হাঁসফাঁস শুরু হয় মানুষসহ প্রাণিকুল।

সকাল গড়িয়ে দুপুর হতেই হঠাৎ আকাশে দেখা মেলে কালো মেঘের ঘনঘটা। এতে অন্ধকার হয়ে ওঠে চারিদিক। এরপর শুরু হয় ঝুম বৃষ্টি। এতে স্বস্তি মেলে রাজধানীবাসীর।

বৃষ্টিতে দল বেধে ভিজছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

বৃষ্টির মধ্যে হাতে-হাত মিলিয়ে নৃত্য করছেন তরুণীরা।



বৃষ্টিতে আনন্দ উপভোগ করে ফিরছেন একদল তরুণী।

বৃষ্টির মধ্যেই রিকশায় ঘুরছেন বৃষ্টি প্রেমীরা।

সন্তানকে বৃষ্টি থেকে বাঁচাতে প্লাস্টিক মুড়িয়ে ঘরে ফিরছেন অভিভাবক।

বৃষ্টি শেষে নিজের আঁচল দিয়ে মাথা মুছে দিচ্ছেন এক প্রেয়সী।

হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন পথচারী ও রিকশাচালকরা।

ছবিগুলো রাজধানীর টিএসসি থেকে তোলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মে ২৫, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।