ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

মেসিদের অপরাধ খুঁজে পায়নি ফিফা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
মেসিদের অপরাধ খুঁজে পায়নি ফিফা

নেদারল্যান্ডসের বিপক্ষে গতকাল টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে বিশ্বকাপের সেমিফাইনালে কোয়ালিফাই করেছে আর্জেন্টিনা। ওই ম্যাচেই রেফারির হলুদ কার্ডসহ ডাচ কোচের বিপক্ষে বিরূপ মন্তব্য নিয়ে সমালোচিত হতে হয়েছে মেসি ও এমিলিয়ানো মার্তিনেসকে।

তবে ফিফা বলছে এতে সেমিতে কোনো সমস্যা হবে না তাদের।

ফিফা ডিসিপ্লিনারি কমিটি আজ এক বিবৃতিতে জানায়, রেফারি মাতেও লাহোস, ডাচ কোচ লুইস ফন গালের বিপক্ষে কথা বলায় লিওনেল মেসি ও এমি মার্তিনেস কোনো পেনাল্টি পায়নি।  

এই বিবৃতির পর নিশ্চিত হয়েছে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে মার্কোস আকুনা এবং গনসালো মন্তিয়েল ছাড়া বাকি সবাই মাঠে নামতে পারবে।  

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।