নেদারল্যান্ডসের বিপক্ষে গতকাল টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে বিশ্বকাপের সেমিফাইনালে কোয়ালিফাই করেছে আর্জেন্টিনা। ওই ম্যাচেই রেফারির হলুদ কার্ডসহ ডাচ কোচের বিপক্ষে বিরূপ মন্তব্য নিয়ে সমালোচিত হতে হয়েছে মেসি ও এমিলিয়ানো মার্তিনেসকে।
ফিফা ডিসিপ্লিনারি কমিটি আজ এক বিবৃতিতে জানায়, রেফারি মাতেও লাহোস, ডাচ কোচ লুইস ফন গালের বিপক্ষে কথা বলায় লিওনেল মেসি ও এমি মার্তিনেস কোনো পেনাল্টি পায়নি।
এই বিবৃতির পর নিশ্চিত হয়েছে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে মার্কোস আকুনা এবং গনসালো মন্তিয়েল ছাড়া বাকি সবাই মাঠে নামতে পারবে।
বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
আরইউ