ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইমরুল হাসানকে গার্ডিয়ান ফোরামের সংবর্ধনা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
ইমরুল হাসানকে গার্ডিয়ান ফোরামের সংবর্ধনা ছবি: শাকিল আহমেদ

সদ্য সমাপ্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন দেশসেরা ক্লাব বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান। নির্বাচনে জয়লাভ করায় আজ বসুন্ধরা কিংস আরেনাতে তাকে সংবর্ধনা দিয়েছে বসুন্ধরা কিংস একাডেমি গার্ডিয়ান ফোরাম।

 

দেশের ফুটবল আলোর ছোঁয়া পেয়েছে বসুন্ধরা গ্রুপের হাত ধরে। ক্লাব ফুটবল যখন ধুঁকছিল, তখনই আবির্ভাব ঘটে বসুন্ধরা কিংসের। তৈরি হয় নতুন ক্লাব কালচার। তারই ধারাবাহিকতায় কিংস তৈরি করে ফুটবল একাডেমি, যেখানে ফুটবলের শিক্ষা নিচ্ছে শত শত শিক্ষার্থী। ফুটবলারদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও তৈরি হচ্ছে মেলবন্ধন। তারা গড়ে তুলেছেন গার্ডিয়ান ফোরাম।  

সেই গার্ডিয়ান ফোরাম আজ কিংস সভাপতি ইমরুল হাসান বিনা প্রতিদ্বন্দিতায় বাফুফের সিনিয়র সহসভাপতি নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানায়। সেখানে কেক কেটে ইমরুল হাসানের অর্জন উদযাপন করেন তারা। অনুষ্ঠান শেষে ইমরুল হাসান বলেন, 'আমাদের একাডেমিকে কেন্দ্র করে যে গার্ডিয়ান ফোরাম গড়ে উঠেছে, তা আমাদের জন্য একটি অনানুষ্ঠানিক স্বীকৃতি। একাডেমির জন্য এটা আমাদের ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করবে। এই গার্ডিয়ানদের মূল্যবান মতামত আমাদের যে ভুল-ত্রুটি আছে তা শুধরে নিতে সহায়তা করবে। আমি মনে করি গার্ডিয়ান ফোরাম গড়াটা একটা সময়োপযোগী সিদ্ধান্ত। এর মাধ্যমে আমরা ক্লাবকে আরও ভালোমতো এগিয়ে নিতে পারবো। '

ইমরুল হাসান বাফুফের সিনিয়র সহসভাপতি নির্বাচিত হওয়ায় দেশের ফুটবল আরও বেগবান হবে বলে মনে করে গার্ডিয়ান ফোরাম। অনুষ্ঠানে উপস্থিত গার্ডিয়ান ফোরামের একজন সদস্য বলেন, 'আমাদের গার্ডিয়ানদের মধ্যে একটা বন্ডিং তৈরি করতেই আমরা এই ফোরামটা গঠন করেছি। আমরা বাচ্চাদেরকে এবং জনগণকে এক ফ্রেমে আনতে এই ফোরাম গঠন করেছি। আমরা খুব স্বল্প সময়ের মধ্যে এই আয়োজনটা করেছি। এর কারণ হচ্ছে এখানে বিভিন্ন সময় এবং ব্যাচে আমাদের বাচ্চারা খেলে। তাদের একত্রিত করা এবং ইমরুল হাসানকে দেখানো হলো। তাকে পরিচয় করানোর জন্য আমাদের কাছে এটা পারফেক্ট ইভেন্ট মনে হয়েছে, তাই আমরা এই আয়োজন করেছি। ' 

বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে অন্য এক অভিভাবক বলেন, 'বসুন্ধরা গ্রুপ এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে দেশের ফুটবলকে এগিয়ে নিতে এজন্য আমরা তাদের ধন্যবাদ জানাই। স্পোর্টস ইভেন্টগুলোর প্রতি তাদের বরাবরই আগ্রহ আছে। গ্রুপের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই ফুটবলের উন্নয়নে এগিয়ে আসার জন্য। '

'ইমরুল হাসানের শুধু ফুটবলের প্রতি ভালোবাসা এমন নয়। তাকে আমরা ক্রিকেট, ব্যাডমিন্টন এবং ফুটসালও খেলতে দেখেছি। তার দক্ষ নেতৃত্বে ফুটবল এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা আমাদের। '

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।