ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

ফুটবল

নিজের ক্লাবেই ব্রাত্য বিশ্বকাপজয়ী মার্তিনেস!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
নিজের ক্লাবেই ব্রাত্য বিশ্বকাপজয়ী মার্তিনেস!

আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপ জেতানোয় গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের অবদান ছিল অনেক বেশি। নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকার পার করে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পিছু হটেননি তিনি।

দারুণ সব সেইভ দিয়ে দলকে এনে দিয়েছেন শিরোপা। অথচ এই গোলরক্ষককেই কিনা অবহেলিত হতে হচ্ছে ক্লাব ফুটবলে!

গতকাল রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের মুখোমুখি হয়েছে এমি মার্তিনেসের দল অ্যাস্টন ভিলা। সেই ম্যাচে আর্জেন্টাইন এই গোলরক্ষককে শুরুর একাদশেই রাখেননি ক্লাবটির কোচ উনাই এমেরি। তার বদলে খেলেছেন সুইডিশ গোলরক্ষক রবিন ওলসেন।  

মার্তিনেসকে এভাবে একাদশে না নেওয়ার ব্যাপারে বিভিন্ন সূত্র বলছে ক্লাবের সঙ্গে তার সম্পর্কের অবনতির কথা। বিশ্বকাপজয়ী এই গোলরক্ষকে যত দ্রুত সম্ভব বিক্রি করে দিতে চায় ক্লাবটি। ফুটবল ট্রান্সফার সংক্রান্ত ওয়েবসাইট ‘ফিকাজেস’ জানিয়েছে, আগামী দলবদল মৌসুমেই তাকে বিক্রি করে দেওয়া হবে।  

বিশ্বকাপের পর মার্তিনেসের আচার-আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে ফুটবলবিশ্বে। বিশ্বকাপ জিতে তার অশ্লীল অঙ্গ-ভঙ্গিসহ প্রতিপক্ষ ফুটবলারকে অপমাণের কারণে তার সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে উনাই এমেরির। এর আগেও বেশ কয়েকবার বাজে আচরণের কারণে সমালোচিত হয়েছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক। সবকিছু মিলিয়ে তার এমন আচরণের কারণেই ক্লাবের সঙ্গে সম্পর্কের ফাটল ধরেছে।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।