আলোচনার শুরুটা হয়েছিল আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে। কাতার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচে ১৭ টি হলুদ কার্ড দেখিয়েছিলেন রেফারি মাতেউ লাহোস।
‘বিতর্কিত’ এই রেফারিকে পরে টুর্নামেন্টের আর কোনো ম্যাচের দায়িত্ব দেয়নি ফিফা। বিশ্বকাপ শেষে লা লিগায়ও বিতর্ক পিছু ছাড়েনি লাহোসকে। গত ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত বার্সেলোনা-এস্পানিওল ম্যাচে ১৫ টি হলুদ কার্ড ও ২ টি লাল কার্ড দেখান এই স্প্যানিশ রেফারি। তাতে ফুটবল ভক্তদের রোষানলে পড়েন তিনি।
সেই লাহোস মৌসুম শেষে অবসরের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। এমনটাই জানিয়েছেন আর্জেন্টাইন সাংবাদিক গাস্তোন এদুল। এর আগে সম্প্রতি কোপা দেল’রে তে সেভিয়া-লিনারেস ম্যাচে নতুন করে বিতর্ক সৃষ্টি করেন লাহোস। ম্যাচের ১৬ মিনিটের ভেতর সেভিয়ার কোচ হোর্হে সাম্পাওলিকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন তিনি। যদিও সেই ম্যাচে কোনো হলুদ কার্ড দেখাননি ।
চলতি সপ্তাহে লাহোসকে কোনো ম্যাচে রেফারির দায়িত্ব দেয়নি লা লিগা কর্তৃপক্ষ। এমনকি ভিএআরের দায়িত্বেও থাকছেন না।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
এএইচএস
Mateu Lahoz se retira del arbitraje cuando termine esta temporada. pic.twitter.com/y4Lf9F3iWk
— Gastón Edul (@gastonedul) January 5, 2023