ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফুটবলকে বিদায় বললেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিরান্দা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
ফুটবলকে বিদায় বললেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিরান্দা

ক্যারিয়ারের ইতি টেনেছেন ব্রাজিলের সাবেক ডিফেন্ডার জোয়াও মিরান্দা। পেশাদার ফুটবলে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ ও ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের হয়েও খেলেছিলেন ৩৮ বছর বয়সী এই ফুটবলার।

বুধবার টুইটারে পোষ্ট করে অবসরের সিদ্ধান্ত জানান মিরান্দা। সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেন, ‘মুহূর্তটি এসে গেছে। যারা আমাকে সমর্থন করেছেন তাদের সবাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। তোমাকে অনেক ধন্যবাদ, ফুটবল!’

আতলেতিকো মাদ্রিদের হয়ে হয়ে ২০১৩-১৪ মৌসুমে লা লিগা জয় ও সে মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে রানার্সআপ হয়েছিলেন মিরান্দা। এছাড়া এই ক্লাবে যোগ দেওয়ার আগে স্বদেশী ক্লাব সাও পাওলোর হয়ে জেতেন টানা তিনটি লিগ শিরোপা।  

ব্রাজিলের জার্সিতে ২০০৯ সালে অভিষেক হয় এই ডিফেন্ডারের। খেলেন ৫৮টি ম্যাচ। জাতীয় দলের হয়ে জেতেন ২০০৯ কনফেডারেশন্স কাপ ও ২০১৯ সালে কোপা আমেরিকা।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
আরইউ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।