ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

ফুটবল

টানা তৃতীয়বার সাম্বা ডি’অর জিতলেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৩:২২ পিএম, ফেব্রুয়ারি ৭, ২০২৩
টানা তৃতীয়বার সাম্বা ডি’অর জিতলেন নেইমার

চলতি মৌসুমের শুরু থেকেই ক্লাবের হয়ে দুর্দান্ত খেলে আসছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। এরপর বিশ্বকাপে জাতীয় দলের হয়েও কোনো অংশে পারফর্ম কম করেননি তিনি।

এবার তারই পুরস্কার পেলেন পিএসজির এই ফরোয়ার্ড। ষষ্ঠ বারের মতো জিতেছেন ব্রাজিলের সেরা খেলোয়াড়ের পুরস্কার।  

নিজের টুইটার একাউন্টে ‘সাম্বা ডি’অর’ ট্রফি হাতে একটি ছবি পোষ্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন নেইমার। ক্যাপশনে লিখেছেন, ‘ষষ্ঠবার’। এছাড়া টানা তৃতীয়বার এই ট্রফিটি জিতেছেন পিএসজির এই ফরোয়ার্ড।

প্রতি বছর ফুটবলারদের পারফরম্যান্স বিচার করে এই পুরস্কার দেয় ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘সাম্বাফুট’। ২০০৮ সাল থেকে প্রবর্তন হওয়া এই পুরস্কারের জন্য সংবাদকর্মী, সাবেক ফুটবলার ও সাম্বাফুটের অনলাইন পাঠকদের ভোটে বিজয়ী খেলোয়াড়কে বেছে নেওয়া হয়।  

নেইমারের সর্বোচ্চ ৬ বার জেতা এই পুরস্কার দ্বিতীয় সর্বোচ্চ তিন বার জিতেছেন থিয়াগো সিলভা। এছাড়া কাকা, লুইস ফাবিয়ানো, মাইকন, ফিলিপে কুতিনিও, রবের্ত ফিরমিনো ও আলিসন বেকার একবার করে জিতেছেন এই ট্রফি।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৩
আরইউ

বাংলাদেশ সময়: ৩:২২ পিএম, ফেব্রুয়ারি ৭, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।