ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

ফুটবল

২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে চায় আর্জেন্টিনা-চিলি-প্যারাগুয়ে-উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৯:৪৩ এএম, ফেব্রুয়ারি ৮, ২০২৩
২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে চায় আর্জেন্টিনা-চিলি-প্যারাগুয়ে-উরুগুয়ে

দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল ২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চেষ্টা করে যাচ্ছে লাতিন আমেরিকার চার দেশ আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে ও উরুগুয়ে। এবার আনুষ্ঠানিকভাবে আয়োজক হতে ফিফার কাছে দরপত্র জমা দিয়েছে তারা।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) চার দেশের ফুটবল কর্মকর্তা ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো দোমিনিগেসের উপস্থিতিতে এই ঘোষণা দেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে (এএফএ)।

বিশ্বকাপের শতবর্ষী এই আসরের আয়োজক নির্ধারিত হবে ২০২৪ সালে। ২০১৭ সালে এই আসর আয়োজন করতে প্রাথমিকভাবে বিষয়টির ইঙ্গিত দেয় আর্জেন্টিনা ও উরুগুয়ে। এরপর চিলি ও প্যারাগুয়ে যোগ দেয় দেশগুলোর সঙ্গে।  

এদিকে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে হলে এই চার দেশকে লড়াই করতে হবে স্পেন ও পর্তুগালের সঙ্গে। ইউরোপের এই দুই দেশ যৌথভাবে আসরটি আয়োজন করতে চাওয়ার ঘোষণা দিয়েছে আগেই। লড়াইয়ে থাকতে পারে মরক্কো ও সৌদি আরবও।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩
আরইউ

বাংলাদেশ সময়: ৯:৪৩ এএম, ফেব্রুয়ারি ৮, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।