ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

দেড় মাস ক্যাম্পে নেই আঁখি খাতুন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
দেড় মাস ক্যাম্পে নেই আঁখি খাতুন

নারী ফুটবলে জয়গান চলছে দেশ জুড়ে। সিনিয়র সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বয়সভিত্তিক (অনূর্ধ্ব-২০) সাফেও চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

সামনেই অলিম্পিক বাছাই, রয়েছে ফিফা উইন্ডোতে খেলার সুযোগ। সেই লক্ষ্যে জাতীয় নারী ফুটবল দলের ক্যাম্প চলছে।  

তবে তিন দিনের ছুটি নিয়ে দেড় মাস যাবত এই ক্যাম্পে অনুপস্থিত জাতীয় নারী দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় আঁখি খাতুন। বাফুফে থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তার কোনো জবাব দেননি এই ডিফেন্ডার। সর্বশেষ ৩১ ডিসেম্বর নারী ফুটবল লিগ শেষ হওয়ার পর বাফুফে ভবনে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।  

এরপর মায়ের অসুস্থতার কথা বলে ৩ দিনের ছুটি নিয়ে বাড়ি চলে যান। এখনও ক্যাম্পে যোগ দেননি তিনি। ঠিক কবে জাতীয় দলের ক্যাম্পে কবে ফিরবেন তা নিশ্চিত করেও বলতে এই ডিফেন্ডার। আজ (১৫ ফেব্রুয়ারি) বুধবার বিকেলে সিরাজগঞ্জের বাড়ী থেকে আঁখি খাতুন বাংলানিউজকে বলেছেন, ‘আমার মা অসুস্থ। ছুটি নিয়ে মায়ের কাছে এসেছি। মা সুস্থ হলেই ক্যাম্পে যোগ দেব। ’

তিন দিনের ছুটি নিয়ে কেন ক্যাম্পে ফিরছেন না সেজন্য বাফুফে থেকে আঁখিকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেন, ‘এখন তার কোনো ছুটি নেই। তিন দিনের ছুটি অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। তিন দিনের কথা বলে সে মাসের পর মাস কাটিয়ে দিচ্ছে। এটা হতে পারে না। আমরা তাকে সতর্ক করে চিঠি দিয়েছি। কেন যোগ দিচ্ছে না জানতে চেয়েছি। কিন্তু চিঠির কোনো জবাবও দেয়নি সে। ’

আঁখি ফিরলে আবারও তার ক্যাম্পে যোগ দেয়ার সুযোগ থাকছে কিনা? এমন প্রশ্নের জবাবে কিরণ বলেন, ‘নিজের মন মতো ক্যাম্পে ফিরলে তো আমরা নিতে পারবো না। আমার মনে হয়না তার ক্যাম্পে ফেরার সুযোগ আছে। ’

কিছুদিন আগেই বাফুফে ক্যাম্প থেকে বাদ পড়ায় অভিমান করে ফুটবল থেকে বিদায় নিয়েছেন আনুচিং মোগিনি। তার পথ ধরে অবসরে গেছেন সাজেদা খাতুনও। ক্যাম্পে নাম থাকা সত্ত্বেও আঁখি খাতুনের অনুপস্থিতি নিয়ে তাই ভাবতেই হচ্ছে বাফুফে কর্তাদের।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।