ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

সিমিওনের কীর্তির ম্যাচে সেভিয়াকে উড়িয়ে দিল আতলেতিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
সিমিওনের কীর্তির ম্যাচে সেভিয়াকে উড়িয়ে দিল আতলেতিকো

এক দশকেরও বেশি সময় ধরে আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে। ক্লাবটির নানান উত্থান-পতনের সাক্ষী তিনি।

এই সাফল্য-ব্যর্থতার মাঝেও গতকাল অনন্য এক রেকর্ড গড়েছেন তিনি। আতলেতিকোর ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ কোচিংয়ে কীর্তিটা এখন তার দখলেই। আর সেই ম্যাচে সেভিয়াকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে আতলেতিকো মাদ্রিদ।

এখন পর্যন্ত ৬১৩ ম্যাচে আতলেতিকোর ডাগআউটে দাঁড়িয়েছেন সিমিওনে। ১২ বছরের দায়িত্বে ক্লাবটির হয়ে দুটি লিগ শিরোপা, দুটি ইউরোপা লিগ, দুটি উয়েফা সুপার কাপ, একটি করে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতেছেন ৫২ বছর বয়সী এই কোচ। ছাড়িয়ে গেছেন আতলেতিকোকে ৬১২ ম্যাচে কোচিং করানো লুইস আরাহোনসকে।  

৬১৩ ম্যাচের ভেতর সিমিওনে জয়ের মুখ দেখেছেন ৩৫৯ বার। তার কীর্তির ম্যাচে তাকে হতাশ করেনি শিষ্যরা। ওয়ান্দা মেত্রোপলিতানোতে আতলেতিকোর হয়ে জোড়া গোল করেন মেমফিস ডিপাই ও আলভারো মোরাতা। বাকি দুটি গোল আসে অন্তোয়ান গ্রিজমান ও ইয়ানিক কারাসকোর পা থেকে। ২৪ ম্যাচ শেষে ৪৫ পয়েন্ট নিয়ে লা লিগায় তিনে আছে আতলেতিকো।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।