ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

সৌদি লিগে আরও পুরস্কার জিততে চান রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
সৌদি লিগে আরও পুরস্কার জিততে চান রোনালদো

রেকর্ড পরিমান বেতনে সৌদি ক্লাব আল নাসরে পাড়ি জমিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাবটিতে শুরুটা রঙিন না হলেও শেষদিকে নিজের জাত চিনিয়েছেন তিনি।

একের পর এক গোল করে তাক লাগিয়ে দিয়েছেন।  

ফেব্রুয়ারি মাসে সবমিলিয়ে রোনালদো চার ম্যাচ খেলে দুইটি হ্যাটট্রিকের পাশাপাশি করেছেন ৮ গোল। ছন্দে থাকা এই ফুটবলারকে তাই সৌদি প্রো লিগের মাসসেরা নির্বাচিত করা হয়েছে। এই পুরস্কারে উচ্ছ্বসিত রোনালদো নিজেকে গর্বিত ভাবছেন। ভবিষ্যতে আরও জেতার আশ্বাসও ব্যক্ত করেন এই ফরোয়ার্ড।  

শনিবার (৪ মার্চ) ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি বলেন, ‘সৌদি লিগের ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে আমি খুশি। আশা করি অনেকগুলোর মধ্যে এটি প্রথম! এই দলের অংশ হতে পেরে গর্বিত। ’

শুক্রবার (৩ মার্চ) আল বাতিনের বিপক্ষে আল নাসর মাঠে নামার আগেই পুরস্কার তুলে দেওয়া হয় রোনালদোর হাতে। সেই ম্যাচে পর্তুগিজ তারকা গোল না পেলেও দল জেতে নাটকীয় কামব্যাক করে।  

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।