ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চোটে পড়ে পুরো মৌসুমই শেষ নেইমারের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
চোটে পড়ে পুরো মৌসুমই শেষ নেইমারের

গত ফেব্রুয়ারি থেকেই ছিলেন মাঠের বাইরে। মাঝেমধ্যে দুয়েকবার শোনা যাচ্ছিল ফিরে আসার গুঞ্জনও।

তবে সোমবার প্যারিস সেইন্ট জার্মেইঁ জানিয়ে দিলো, চলতি মৌসুমে আর মাঠে ফেরা হচ্ছে না চোটে পড়া নেইমার জুনিয়ারের। আনুষ্ঠানিক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, গোড়ালির ইনজুরিতে পড়া ব্রাজিলিয়ান তারকার অস্ত্রোপাচার করতে হবে।

লিলের বিপক্ষে পিএসজির ৪-৩ গোলে জয়ের ম্যাচে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন নেইমার। পরে পিএসজি কোচ ক্রিস্তোফার গ্যালিতেয়ের জানান, বায়ার্ন মিউনিখের বিপক্ষে ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচেও থাকবেন না নেইমার। এবার জানানো হলো, অন্তত তিন থেকে চার মাসের জন্য মাঠের বাইরে যেতে হবে ব্রাজিলিয়ান তারকাকে।

এক বিবৃতিতে পিএসজি জানায়, ‘নেইমার জুনিয়র গত কয়েক বছরে অনেকবার ডান গোড়ালিতে চোট পেয়েছে। ২০ ফেব্রুয়ারি তার চোটের পর পিএসজির মেডিকেল স্টাফরা বড় ধরনের ক্ষতি এড়াতে তার লিগামেন্ট ঠিক করার জন্য অপারেশন করার পরামর্শ দিয়েছে। সব অভিজ্ঞরাই এই প্রয়োজন নিশ্চিত করেছেন। ’

‘নেইমারের এই অস্ত্রোপাচার দোহার একটি হাসপাতালে হবে। অনুশীলনে ফেরার আগে তাকে তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকতে হবে। ’

এ মৌসুমটা পিএসজির জার্সি গায়ে দারুণ কাটাচ্ছিলেন নেইমার। ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪টি গোলে অবদান ছিল তার। এর মধ্যে ১৮ গোল করেছেন ও ১৬ গোল করিয়েছেন তিনি। প্রথম মৌসুমে ৪৪টির পর এটিই তার পিএসজির হয়ে সর্বোচ্চ।

বাংলাদেশ সময়: ২৩৩৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
এমএইচবি/এসএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।