ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

রাফিনিয়ার গোলে শিরোপার আরও কাছে বার্সা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
রাফিনিয়ার গোলে শিরোপার আরও কাছে বার্সা

পুরো ম্যাচে বার্সেলোনাকে একপ্রকার কোণঠাসা করে রাখলো অ্যাথলেতিক ক্লাব। তবে গোলটাই পেল না তারা।

বরং ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়ার একমাত্র গোলে তিন পয়েন্ট নিয়ে শিরোপার পথে আরও একটু এগিয়ে গেল কাতালান জায়ান্টরা।

প্রতিপক্ষের মাঠে লা লিগার ম্যাচটিতে ১-০ গোলে জয় তুলে নিয়েছে জাভি হার্নান্দেসের দল।  

স্বাগতিকদের জমাট রক্ষণ অবশ্য শুরুতেই ভেঙে পড়তো। কিন্তু বার্সার স্প্যানিশ তারকা ফেরান তোরেসের শট বাঁ পাশের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। এরপর গোল পাওয়ার বেশ কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন অ্যাথলেতিক ক্লাবের ইনাকি উইলিয়ামস ও রাউল গার্সিয়া। তবে উইলিয়ামসের শট দারুণ দক্ষতায় রুখে দেন বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান।

এরপর কর্নার থেকে বল পেয়ে দারুণ হেড নিয়েছিলেন গার্সিয়া। কিন্তু এবার টের স্টেগান ব্যর্থ হলেও বল ক্রসবারে লেগে ফেরে। স্রোতের বিপরীতে প্রথমার্ধের শেষদিকে গোল করে বসেন রাফিনিয়া। পেনাল্টি এরিয়ায় ফাঁকায় বল পেয়ে বল জালে জড়িয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু ব্রাজিলিয়ান তারকার গোল অফসাইডের কারণে বাতিল করা হয়। তবে ভিএআর দেখে সিদ্ধান্ত বদল করেন রেফারি।

৫৫তম মিনিটে রবার্ট লেভানডোভস্কি একদম কাছ থেকে সুযোগ পেয়েও দূরে বল মারেন। শেষদিকে ফের ইনাকি উইলিয়ামসের গোল বাতিল হয়ে গেলে সমতায় ফেরা হয়নি অ্যাথলেতিকের। বার্সার রক্ষণে ঢুকে বুলেটগতির শট নিয়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে পুরো গ্যালারি যেন উন্মাতাল হয়ে ওঠে। কিন্তু ভিএআর দেখে হ্যান্ডবলের সিদ্ধান্ত দেন রেফারি। বাকি সময় স্বাগতিকদের আর কোনো প্রচেষ্টাই আলোর মুখ দেখেনি।

এই জয়ের পর দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান নয়ে নিয়ে গেল বার্সা। ২৫ ম্যাচে বার্সার সংগ্রহ ৬৫ পয়েন্ট। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫৬। অন্যদিকে ৩৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেছে অ্যাথলেতিক।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।