ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আল নাসেরের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
আল নাসেরের জয়

হঠাৎ করেই উড়তে থাকা আল নাসেরের জয়রথ থেমে গিয়েছিল। তবে পরাজয়ের খেরোখাতা দীর্ঘ হলো না।

কিংস কাপ অব চ্যাম্পিয়নসের শেষ আটের ম্যাচে গত রাতে আবহাকে ৩-১ গোলে পরাজিত করেছে রুডি গার্সিয়ার শিষ্যরা। এক ম্যাচ পরই জয়ের দেখা পেল আল নাসের।

সৌদি প্রো লিগে টানা চার জয়ের পর গত ৯ মার্চ আল ইত্তিহাদের কাছে ১-০ গোলে হেরে যায় এবারের শিরোপা প্রত্যাশীরা। কিংস কাপ অব চ্যাম্পিয়নসের শেষ চারে আল ওয়েহদাকে পেয়েছে আল নাসের। শিরোপা নির্ধারণী ম্যাচে উঠার লড়াইয়ের আগামী ২৩ এপ্রিল মাঠে নামবে এ দুই দল।

আবহার বিপক্ষে রোনালদোকে যথারীতি শুরুর একাদশেই নামিয়েছিলেন আল নাসেরের প্রধান কোচ গার্সিয়া। অবশ্য দলের জয়ে তেমন কোনো ভূমিকা রাখতে পারেননি সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। গোলে কোনো অবদান রাখতে পারেননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।  

কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে হলুদ কার্ড দেখেন রোনালদো। লাল কার্ডের শঙ্কা থাকায় তাকে পুরো ম্যাচ খেলাননি গার্সিয়া। নির্ধারিত সময়ের ১৩ মিনিটে আগে পর্তুগিজ অধিনায়কের বদলি হিসেবে মাঠে নামেন ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার কাম ফরওয়ার্ড তালিস্কা। নতার আগেই অবশ্য জয় নিশ্চিত করে ফেলে আল নাসের।

নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ শুরুর এক মিনিট পার না হতেই আল নাসেরকে এগিয়ে নিয়েছিলেন সামি আল নাজেই। ২০ মিনিট পর কোনানের সহায়তায় ব্যবধান বাড়ান আব্দুল্লাহ আল খায়বারি। ৪৯ মিনিটে দলের হয়ে তৃতীয় তথা শেষ গোলটি করেন মোহাম্মেদ মারান। ২০ মিনিট পর আবহার হয়ে সান্তনাসূচক গোলটি করে আহমাদ মোহাম্মেদ।

বাংলাদেশ সময় : ১২৩৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।