ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদোর জোড়া গোলে বড় জয় আল নাসরের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
রোনালদোর জোড়া গোলে বড় জয় আল নাসরের

শুরুতে অবশ্য কঠিন ছিল। তবে আল নাসরের সঙ্গে বেশ দ্রুতই নিজেকে মানিয়ে নিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

গোল পেতে এখন আর খুব একটা সংগ্রাম করতে হয় না তাকে। নিয়মিতই পাচ্ছেন গোলের দেখা। এবার তার জোড়া গোলে বড় জয় পেল আল নাসর। রেলিগেশন পর্যায়ে থাকা আল আদালাহকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

প্রিন্স আব্দুল্লাহ বিন জালাউইয়ি স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে একটি গোলই পায় আল নাসর। শুরুটা হয় রোনালদোকে দিয়েই। ৪০ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুল করেননি এই পর্তুগিজ ফরোয়ার্ড। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন তালিসকা। ম্যাচের ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি রোনালদো। বক্সের কিছুটা বাইরে থেকে বল পেয়ে বাঁ প্রান্ত দিয়ে দ্রুতই ভেতরে ঢুকে পড়েন তিনি। এরপর বাঁ পায়ের দুর্দান্ত এক শটে পরাস্ত করেন আদালাহ গোলরক্ষককে। সৌদি লিগে এটি তার ১১ তম  ও নিজের ক্যারিয়ারের ৮৩৪ তম গোল।

আল নাসরের হয়ে বাকি দুটো গোল করেন তালিসকা ও আয়মান ইয়াহিয়া।  এই জয়ে ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে আল নাসর। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে আল ইত্তিহাদ।    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।