ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

দুই মৌসুম পর প্রিমিয়ার লিগে ব্রাদার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
দুই মৌসুম পর প্রিমিয়ার লিগে ব্রাদার্স

ঘরোয়া ফুটবলে ব্রাদার্স ইউনিয়নের পুরনো সেই দাপট আর নেই। দুই মৌসুম আগেই প্রিমিয়ার লিগ থেকে ছিটকে পড়ে তারা।

এনিয়ে নাটকীয়তার কমতি ছিল না। শেষ পর্যন্ত চ্যাম্পিয়নশিপ লিগেই নামতে হয় তাদের। দুই মৌসুম পর আবারও প্রিমিয়ার লিগে ফিরছে তারা।  

আজ মঙ্গলবার চ্যাম্পিয়নশিপে উত্তরা এফসিকে ১-০ গোলে হারিয়েছে ব্রাদার্স। একমাত্র গোলটি করেন টারা। ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।  নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়নশিপ লিগের শীর্ষে থাকা দুই দল প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হয়ে থাকে। ব্রাদার্সের সেই অবস্থান নিশ্চিত হয়ে গেছে। লিগে আর মাত্র দুই ম্যাচ বাকি। বাফুফে এলিট একাডেমি ৪০ ও গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব ৩৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে।

১৯৭৫ সালে প্রথম বিভাগে উন্নীত হওয়ার পর ৪৫ বছর শীর্ষ লিগেই ছিল বাবলু-মহসিন-ওয়াসিমদের ক্লাব ব্রাদার্স। ২০২০-২০২১ মৌসুমে তাদের পতন হলে চারদিকে হইচই পড়ে যায়। এবার দলটির কোচ ছিলেন জাহিদুর রহমান মিলন। গত মৌসুমে তার অধীনে খেলেই চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে পা রাখে ফর্টিস এফসি।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।