ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

ফুটবল

হারার পর বার্সা কোচ মনে করিয়ে দিলেন, ‘এখনও অনেক পথ বাকি’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
হারার পর বার্সা কোচ মনে করিয়ে দিলেন, ‘এখনও অনেক পথ বাকি’

চলতি মৌসুমে লা লিগায় ছন্দে রয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষ দল থেকে অনেকটাই এগিয়ে শিরোপা জয়ের খুব কাছে তারা।

তবে এরইমধ্যে রায়ো ভায়োকানোর মাঠে হোঁচট খেতে হয়েছে দলটিকে। আর এতেই বিরক্ত কোচ জাভি হের্নান্দেস। শিরোপার কাছে থাকলেও পথ যে এখনও অনেকটা বাকি সেটিও মনে করিয়ে দিলেন কাতালানদের।  

বুধবার রাতে রায়ো ভায়োকানোর বিপক্ষে ২-১ ব্যবধানে হারে বার্সেলোনা। ম্যাচটি জিতলে অবশ্য রিয়াল মাদ্রিদ থেকে ১৪ পয়েন্ট এগিয়ে যেতে পারত তারা। তবে পরাজয়ে তিন পয়েন্ট হারাতে হয়েছে তাদের। যদিও রিয়াল এখনও পিছিয়ে ১১ পয়েন্ট। তবে পথ যে অনেকটাই বাকি সেটি মনে করিয়ে দিলেন কাতালান কোচ জাভি।  

ম্যাচ শেষে বার্সেলোনা কোচ বলেন, ‘দলের জন্য বার্তাটি পরিষ্কার, এখনও অনেক পথ বাকি। এখনও কিছুই শেষ হয়নি। আমরা লা লিগা জিতে যাইনি। অনেকবার এটা বলেছি আমি। লিগ জিততে অনেক কিছু এখনও করতে হবে আমাদের। প্রতিপক্ষের মাঠে প্রতিটি ম্যাচ মনে হচ্ছে যুদ্ধের মতো। ’

হঠাৎ করেই এভাবে হেরে যাওয়ায় বিরক্ত বার্সা কোচ। নিজেদের সঠিক খেলাটা যে খেলতে পারেননি সেটি প্রকাশ করতে ভুলেননি তিনি, ‘আমরা মোটেও ভালো খেলতে পারিনি। একটুও স্বস্তিতে ছিলাম না মাঠে। ওদেরই (রায়ো ভাইয়েকানো) তাড়না ছিল বেশি, দারুণ আগ্রাসী ছিল ওরা এবং আমাদেরকে খেলতে দেয়নি নিজেদের খেলাটা। আমরা খেলার ধরন বুঝে উঠতেই পারিনি, লম্বা পাসগুলোর অপব্যবহার করেছি। ’

এই হারে কোনো অজুহাত দিতে চান না জাভি। দলের দোষ টেনে এনে প্রতিপক্ষ দল যে জয় প্রাপ্য ছিল সেটি শিকার করেন তিনি, ‘কিছু সুযোগ আমরা তৈরি করতে পেরেছি বটে। তবে তা কাজে লাগাতে পারিনি। এরপর ওদের দ্বিতীয় গোল আমাদেরকে অনেকটাই ছিটকে দেয় ম্যাচ থেকে। কোনো অজুহাত নেই। রায়োর জয় প্রাপ্যই ছিল। ’

নিজেদের পরবর্তী ম্যাচে শনিবার ঘরের মাঠে রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। সেই ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন দলটির কোচ।  

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।