ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

ফেডারেশন কাপের সেমিতে শেখ রাসেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, মে ২, ২০২৩
ফেডারেশন কাপের সেমিতে শেখ রাসেল

গত আসরে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস এন্ড সোসাইটির কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল। এবারের আসরে সেই হারের প্রতিশোধ নিল শেখ রাসেল ক্রীড়া চক্র।

রহমতগঞ্জকে ১-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের সেমিফাইনালে পা রেখেছে তারা।

প্রথম তিন সেমিফাইনালিস্ট নির্ধারণ হয়েছিল আগেই। বাকি ছিল শেষ কোয়ার্টার ফাইনাল। মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের ১৪তম মিনিটেই জয়সূচক গোলের দেখা পায় শেখ রাসেল। এমফোন উদোহর কাটব্যাক থেকে দারুণ ফ্লিকে জাল খুঁজে নেন নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেথ ইকেচুকু।  

বিরতির আগপর্যন্ত ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল শেখ রাসেল। দ্বিতীয়ার্ধের ৫৮ তম মিনিটে বড় ধাক্কা খায় তারা। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার আবিদ আহমেদ। বাকিটা সময় একজন খেলোয়াড় কম নিয়ে খেললেও রহমতগঞ্জকে কোনো সুযোগ দেয়নি শেখ রাসেল।

সেমিফাইনালে শেখ রাসেলের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। আগামী ১৬ মে মাঠে নামবে দুই দল। এর আগে প্রথম সেমিফাইনালে আগামী ৯ মে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, মে ০২, ২০২৩
এএইচএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।