ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

বাংলাদেশে নয়, জুনে চীন ও ইন্দোনেশিয়ায় খেলতে যাবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, মে ৬, ২০২৩
বাংলাদেশে নয়, জুনে চীন ও ইন্দোনেশিয়ায় খেলতে যাবে আর্জেন্টিনা

আগামী জুন ও জুলাইয়ের শুরুর দিকে বেশ কয়েকটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। দীর্ঘদিন থেকেই আলোচনায় ছিল জুনে বাংলাদেশ সফরে আসবে বিশ্বচ্যাম্পিয়নরা।

কিন্তু বাফুফে জানিয়ে দিয়েছে, মেসিদের আনা আপাতত সম্ভব নয়। তবে একই উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে চীন ও ইন্দোনেশিয়ায় যাবে আলবিসেলেস্তেরা।

২০২২ বিশ্বকাপ জেতার পর ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। তবে এবার তাদের গন্তব্য এশিয়ায়। আর্জেন্টিনার সুপরিচিত ক্রীড়া সাংবাদিক গাস্তন এদুল এক টুইটে জানিয়েছেন, জুনের শেষদিকে ইন্দোনেশিয়া ও চীন সফরে যাবেন মেসিরা। দুই স্বাগতিক দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা।  

কাতারে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরার পর লম্বা বিরতি দিয়ে গত মার্চে আন্তর্জাতিক ফুটবলে ফেরে আর্জেন্টিনা। ঘরের মাটিতে তারা মুখোমুখি হয় পানামা ও কুরাসাওয়ের। এর মধ্যে পানামাকে ২-০ গোলে এবং কুরাসাওকে ৭-০ গোলে হারায় তারা। এবার বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে প্রথমবার বাইরের দেশে খেলতে যাচ্ছে আর্জেন্টাইনরা।  

মূলত ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বকে সামনে রেখে প্রস্তুতি নেওয়ার জন্যই চীন ও ইন্দোনেশিয়ায় খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব। যেখানে ঘরের মাটিতে প্রথমে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর তারা খেলতে যাবে বলিভিয়ায়।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, মে ০৬, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।