ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আন্তর্জাতিক ফুটবল থেকে বেলজিয়ান মিডফিল্ডারের অবসর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মে ১৩, ২০২৩
আন্তর্জাতিক ফুটবল থেকে বেলজিয়ান মিডফিল্ডারের অবসর

ছিলেন কাতার বিশ্বকাপের স্কোয়াডে, খেলেছেন ২০১৮ বিশ্বকাপেও। সেবার বেলজিয়াম অর্জন করে তৃতীয়স্থান।

দলটির জার্সিতে সর্বমোট ১৩০টি ম্যাচ খেলে দীর্ঘ ১৫ বছর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন অভিজ্ঞ মিডফিল্ডার অ্যালেক্স উইটসেল।

শুক্রবার (১২ মে) ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে নিজের সিদ্ধান্ত জানান উইটসেল। বেলজিয়ামের জার্সিতে এই মিডফিল্ডারের অভিষেক হয় ২০০৮ সালে; মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে। অভিষেকেই গোল পান তিনি। যদিও দল হারে ৪-১ ব্যবধানে।  

২০০৬ সালে বেলজিয়ান ক্লাব স্ট্যান্ডার্ড লিগে যোগ দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন উইটসেল। এরপর খেলেছেন বেনফিকা, জেনিত সেন্ট পিটার্সবুর্গ, বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে। সর্বশেষ ২০২২ সালে তিনি যোগ দেন স্প্যনিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদে।  

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, মে ১৩, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।