ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

আজমপুরের জালে পুলিশের সাত গোল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, মে ২০, ২০২৩
আজমপুরের জালে পুলিশের সাত গোল

পুরো ম্যাচে একচেটিয়া দাপট দেখায় পুলিশ এফসি। তাই খুব একটা পাত্তা পায়নি আজমপুর এফসি উত্তরা।

ময়মনসিংহের শহীদ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আজ ৭-০ গোলে হারে তারা। মৌসুমে এনিয়ে দ্বিতীয়বার একই ব্যবধানে হারল দলটি। এর আগে তাদের এভাবে বিধ্বস্ত করেছিল আবাহনী লিমিটেড।

এই জয়ে এক লাফে ষষ্ঠ থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে পুলিশ এফসি। ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট তাদের। গোল উৎসবের ম্যাচে পুলিশের হয়ে জোড়া গোল করেছেন লেয়ান্দ্রো আরাঙ্গো এবং আবদুল্লাহ। একটি করে গোল করেছেন রবিউল, কেরমানি, মোরিও।

ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে পুলিশ। তারই ধারাবাহিকতায় ম্যাচের ১৯ মিনিটে গোল পেয়ে যায় তারা। মালিকভের ক্রসে হেড দিয়ে দলকে এগিয়ে দেন লেয়ান্দ্রো আরাঙ্গো। ৩১তম মিনিটে এদুয়ার্দ মোরিওর পাস বক্সে পেয়ে জোরালো ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন রবিউল হাসান।  

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় পুলিশ। শুরুতে রবিউলের কর্নারে গোলরক্ষক বল তালুবন্দী করতে ব্যর্থ হন। সুযোগ সন্ধানী সাইদ শাহ কেরমানি কেবল টোকা মেরে খুঁজে নেন জালের ঠিকানা (৩-০)।

৫৫তম মিনিটে আব্দুল্লাহর গোলে ব্যবধান আরও বাড়ে। ৬২তম মিনিটে আরাঙ্গোর ফ্রি কিক পোস্টে লেগে ফেরার পর রবিউল ফিরতি শটে লক্ষ্যভেদ করেন। ৭৮তম মিনিটে মোরিওর গোলে বড় জয়ের পথে ছুটতে থাকে পুলিশ।  

৮০তম মিনিটে বক্সের ভেতর মাতে পালাসিওস ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আরাঙ্গোর শট বদলি গোলরক্ষক টিটুর হাতে লেগেও জালে জড়ায়। স্কোরলাইন হয় ৭-০।  

দিনের  আরেকম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়েছে ফর্টিস এফসি। ম্যাচের দু’টি গোলই হয়েছে শেষ দিকে। ৮৪ মিনিটে আমিরুদ্দিন শরিফির গোলে এগিয়ে যায় ফর্টিস। ৯৪ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মোহাম্মদ মোজাম্মেল হোসেন। ১৫ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সাতে ফর্টিস।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মে ২০, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।