ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

স্পেনে বর্ণবাদ: গার্দিওলার সঙ্গে দ্বিমত জাভির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, মে ২৮, ২০২৩
স্পেনে বর্ণবাদ: গার্দিওলার সঙ্গে দ্বিমত জাভির

যেকোনো প্রসঙ্গে প্রায় সময়ই একই কাতারে দেখা যায় পেপ গার্দিওলা ও জাভি হার্নান্দেজকে। তাতে খুব একটা অবাক হওয়ার কথা নয় অবশ্য।

কারণ দুজন একসঙ্গে একই ক্লাবের হয়ে খেলেছেন। পরে সেটা রূপ নেয় গুরু-শিষ্য ভূমিকায়। এখন অবশ্য দুজনেরই পথ আলাদা। তবে তাদের কোচিং দর্শনেও বেশ মিল। কিন্তু স্প্যানিশ ফুটবলে বর্ণবাদ ইস্যু নিয়ে গার্দিওলার মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করতে দেখা গেল জাভিকে।

সপ্তাহ খানেক আগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ খেলার সময় বর্ণবাদের শিকার হন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। এরপর থেকেই আলোচনার হট টপিক হয়ে ওঠে বর্ণবাদ ইস্যু। স্প্যানিশ ফুটবলে এমন আচরণ বন্ধ হওয়ার ব্যাপারে খুব একটা আশাবাদী নন গার্দিওলা। তবে তার এই মন্তব্যে আপত্তি প্রকাশ করেন জাভি।  

বার্সেলোনা কোচ বলেন, ‘দেখুন, গার্দিওলার সঙ্গে প্রায় সব ব্যাপারেই আমি সহমত পোষণ করি। কিন্তু এখানে আমার দ্বিমত আছে। আমি মনে করি, এটি একটি শিক্ষাগত সমস্যা। আমরা যদি আমাদের মতো থাকি তাহলে আমরা অগ্রসর হব। তবে খেলা যদি বন্ধ হয়ে যায় এবং খেলোয়াড়রা বাড়ি চলে যায়, আমরা ইতোমধ্যেই মানুষকে শিক্ষিত করছি। ’

তবে নিজের দেশকে নিয়ে সন্দিহান গার্দিওলা। ম্যানচেস্টার সিটি কোচ বলেন, ‘আমাদের বৈচিত্র্যকে একটি শক্তি হিসেবে মেনে নিতে হবে, একজন মানুষের মতো করে এবং সেই জায়গা থেকে এখনও আমরা অনেক দূরে আছি। আশা করি এটা স্পেনে (বর্ণবাদ বন্ধে) পরিস্থিতি আরও ভালো হওয়ার একটি ধাপ হতে পারে, তবে আমি আশাবাদী নই। ’

‘আমি দেশটিকে কিছুটা হলেও জানি এবং আমি সত্যিই আশাবাদী নই। নিজেদের অধিকার রক্ষার জন্য অনেক কৃষ্ণাঙ্গ মানুষ এগিয়ে আসছেন, যা তাদের করার কথা নয়। আশা করি ন্যায়বিচার হলে এটি (বর্ণবাদ) বন্ধ হবে। তবে এটা কি স্পেনে কিছু পরিবর্তন করবে?’

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, মে ২৮, ২০২৩ 
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।