ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

বিদায় নিচ্ছেন বেনজেমা, জানিয়ে দিল রিয়াল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জুন ৪, ২০২৩
বিদায় নিচ্ছেন বেনজেমা, জানিয়ে দিল রিয়াল

গুঞ্জন অবশেষে সত্যি হলো। ১৪ বছরের বন্ধন ছিন্ন করে এই গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছাড়ছেন করিম বেনজেমা।

 

আজ আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোসরা। আজ রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে আতলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে ফরাসি স্ট্রাইকারের রিয়ালের জার্সিতে শেষ ম্যাচ।  

বেনজেমার বিদায়ে রিয়ালে একটু যুগের সমাপ্তি হতে যাচ্ছে। এর আগে মার্কো আসেনসিও, মারিয়ানো এবং ইডেন হ্যাজার্ডের বিদায়ও নিশ্চিত করা হয়েছে। ফলে একইসঙ্গে চার পুরনো সেনানি ছাড়ছেন রিয়ালের জার্সি।

রিয়ালের বিবৃতিতে বলা হয়েছে, 'আমাদের অধিনায়ক করিম বেনজেমা ক্লাবের খেলোয়াড় হিসেবে উজ্জ্বল এবং অবিস্মরণীয় সময়ের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছে। রিয়াল মাদ্রিদ ক্লাবের অন্যতম সেরা কিংবদন্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। '

'করিম বেনজেমা ২০০৯ সালে আমাদের ক্লাবে যোগ দেন এবং মাত্র ২১ বছর বয়সেই ক্লাবের ইতিহাসে সোনালী সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজনে পরিণত হন। ১৪ বছর ধরে তিনি আমাদের জার্সি পরে ক্লাব রেকর্ড ২৫টি শিরোপা জিতেছেন: পাঁচটি ইউরোপিয়ান কাপ, পাঁচটি ক্লাব বিশ্বকাপ, চারটি উয়েফা সুপার কাপ, চারটি লা লিগার শিরোপা, তিনটি কোপা দেল রে এবং চারটি স্প্যানিশ সুপার কাপ। '

'করিম বেনজেমা বর্তমান ব্যালন ডি'অরজয়ী এবং উয়েফার বর্ষসেরা খেলোয়াড়। তিনি ফিফা ফিফপ্রো একাদশের সদস্য এবং ২০২২ সালের পিচিচি ট্রফিজয়ী। এসব পুরস্কার তিনি হাতে তুলেছেন আমাদের ইতিহাসের সবচেয়ে সফলতম মৌসুমগুলোতে। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে, যেখানে আমাদের অধিনায়ক স্মরণীয় পারফরম্যান্স দেখিয়ে রিয়াল মাদ্রিদকে ১৪তম ইউরোপিয়ান শিরোপা জেতানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ১৫ গোল করে আসরের সবচেয়ে গোলের কীর্তিও ছিল তার।  

'রিয়ালের জার্সিতে বেনজেমা মোট ৬৪৭ ম্যাচ খেলেছেন, যা ক্লাবের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ। ৩৫৩ গোল নিয়ে তিনি রিয়ালের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। লা লিগা ও ইউরোপিয়ান কাপে তিনি রিয়ালের দ্বিতীয় সর্বোচ্চ এবং চ্যাম্পিয়নস লিগ এবং লা লিগার ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা। রিয়ালে তার ক্যারিয়ার পেশাদারিত্বের অনন্য উদাহরণ এবং তিনি ক্লাবের মানের প্রতিনিধিত্বকারী। বেনজেমা তার ক্যারিয়ারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার অর্জন করে নিয়েছে। '

'মাদ্রিদিস্তাস এবং বিশ্বে রিয়ালের সকল সমর্থক বেনজেমার জাদুকরী এবং অভিনব পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন, যা তাকে আমাদের ক্লাব এবং বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কিংবদন্তিতে পরিণত করেছে। রিয়াল মাদ্রিদ সবসময় তার ঘর হিসেবে থাকবে এবং আমরা তাকে ও তার পরিবারকে নতুন অধ্যায়ের শুভকামনা জানাই। আগামী মঙ্গলবার ক্লাব প্রাঙ্গণে তার তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হবে, যেখানে উপস্থিত থাকবেন ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। '

প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, রিয়াল ছেড়ে সৌদি আরবের আল-ইত্তিহাদে যাচ্ছেন বেনজেমা।  বেনজেমাকে পেতে নাকি সৌদি লিগের চ্যাম্পিয়নরা প্রস্তাব দিয়েছে প্রায় ৪০ কোটি ইউরোর।  আগামী সপ্তাহেই আনুষ্ঠানিক চুক্তিও সেরা ফেলবেন ফরাসি ফুটবল সুপারস্টার।  

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জুন ০৪, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।