ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

মেসির ক্লাবে যোগ দিচ্ছেন আলবা! 

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
মেসির ক্লাবে যোগ দিচ্ছেন আলবা! 

তাকে পেতে আগ্রহী ছিল আতলেতিকো মাদ্রিদ, ইন্টার মিলান এবং সৌদি আরবের একাধিক ক্লাব। কিন্তু জর্দি আলবা যাচ্ছেন বন্ধু লিওনেল মেসির ঠিকানাতেই।

শোনা যাচ্ছে, ইন্টার মায়ামিতে পাড়ি জমাচ্ছেন বার্সেলোনার সদ্য সাবেক লেফট-ব্যাক।

স্প্যানিশ সংবাদমাধ্যম 'মুন্দো দেপোর্তিভো' জানিয়েছে, মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি স্বাক্ষরের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আলবা। সেখানে বছরে তার সম্ভাব্য বেতন হবে ২ মিলিয়ন মার্কিন ডলার। তবে এর চেয়েও বড় কথা, সেখানে আলবা ফের একবার সতীর্থ হিসেবে পাবেন মেসিকে। দুজনে একসময় বার্সেলোনার সর্বজয়ী দলের সদস্য ছিলেন। এবার তাদের দেখা হচ্ছে ভিন্ন ক্লাবে, ভিন্ন মঞ্চে। শোনা যাচ্ছে, ২০২৬ যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপের শুভেচ্ছাদূত করা হবে আলবাকে।  

মৌসুম শেষে বার্সেলোনাকে বিদায় বলে দেন আলবা। এরপর তাকে পেতে মাঠে নেমেছিল সৌদি আরবের শীর্ষ ক্লাবগুলো। আবার স্প্যানিশ ডিফেন্ডারকে ইউরোপেই ধরে রাখার চেষ্টা চালিয়ে গেছে ইন্টার মিলান ও আতলেতকো মাদ্রিদ। কিন্তু বার্সেলোনার সঙ্গে সম্পর্ক শেষ করে ফ্রি-এজেন্ট হয়ে যাওয়ার পর আর ইউরোপে থাকতে চাননি তিনি। চাননি সৌদি আরবে যেতেও। যে কারণে পুরনো বন্ধু মেসির পথেই হাঁটছেন তিনি। তাই আটলান্টিক পেরিয়ে তার নতুন গন্তব্য এখন যুক্তরাষ্ট্র। তবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি স্প্যানিশ তারকা।  

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।