২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল বাংলাদেশের ছেলেরা। সেই দলের অধিনায়ক ছিলেন রজনী কান্ত বর্মণ।
সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বর্তমানে ভারতের ব্যাঙ্গালোরে আছে বাংলাদেশ দল। দুইদিন পরেই লেবাননের বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হবে তাদের লড়াই। তার আগেই দেশের প্রথম সাফ জয়ী অধিনায়কের হাতে প্রধানমন্ত্রীর অনুদানের অর্থ তুলে দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
আজ বিকেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জাতীয় দলের সাবেক অধিনায়কের হাতে প্রধানমন্ত্রীর দেয়া ৩০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র তুলে দেন। রজনী ছাড়াও আজ আর্থিক সহায়তা পেয়েছেন আবাহনী ফুটবল দলের সাবেক অধিনায়ক কাজী আনোয়ার। তিনি ২৫ লক্ষ টাকার পারিবারিক সঞ্চয়পত্র পেয়েছেন। এছাড়া আবাহনী ক্লাবের দুই কর্মচারী মো. তারেকুল ইসলাম লিটন ও মো. আতাউল ইসলাম ২ লক্ষ টাকা করে পেয়েছেন। আর্থিক সাহায্য ছাড়াও রজনী গাজীপুরে বাড়ি এবং কাজী আনোয়ার ঢাকায় একটি ফ্ল্যাট পাবেন।
উল্লেখ্য, গতকাল প্রধানমন্ত্রী কর্তৃক ক্রীড়াবিদ-ক্রীড়াসংগঠককে চিকিৎসা সহায়তা হিসেবে প্রদত্ত ৯১ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এআর/আরইউ