২০২৪ সালের জুনে রিয়াল মাদ্রিদের সঙ্গে বর্তমান চুক্তি শেষ হবে কার্লো আনচেলত্তির। এরপর তিনি দায়িত্ব নেবেন ব্রাজিল দলের।
গত শনিবার রাতে এই 'বোমা ফাটান' গ্লোবোর সাংবাদিক লুইস রবের্তো। তবে তখন বিষয়টি অতটা আলোচিত হয়নি। কিন্তু ব্রাজিলে ঠিকই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে খবরটি। পরে স্প্যানিশ সংবাদমাধ্যম 'মার্কা' জানায়, যেহেতু চুক্তির মেয়াদ শেষ না করে তিনি রিয়াল ছাড়বেন না; তাই মেয়াদ শেষ করে পরের বছর ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছেন আনচেলত্তি।
লুইস রবার্তো জানিয়েছেন, ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) আনচেলত্তিকে পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। চলতি জুনের শেষদিকেই নাকি আনুষ্ঠানিক চুক্তির ঘোষণাও দেবে সিবিএফ এবং ২০২৪ সালের জানুয়ারি কিংবা জুনেই দায়িত্ব বুঝে নেবেন আনচেলত্তি।
এদিকে সিবিএফ-এর সূত্রে গ্লোবো দাবি করেছে, সিবিএফের প্রেসিডেন্ট এদলানদো রদ্রিগেজ এবং রিয়াল মাদ্রিদ কোচের মধ্যে বেশ ইতিবাচক আলোচনা হয়েছে। আনচেলত্তি দায়িত্ব নেওয়ার আগে দল কীভাবে চলবে সে ব্যাপারেও মতবিনিময় হয়েছে।
আজকে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমটি আরও দাবি করেছে, মৌসুম শেষেই ব্রাজিলের কোচ হবেন আনচেলত্তি। এমনকি তার জন্য নাকি সিবিএফ দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার জন্য আলাদা একটি কমিশনও গঠন করা হবে। তবে পেছন থেকে কলকাঠি নাড়বেন আনচেলত্তিই। ভারপ্রাপ্ত কোচ রামোন মানেজেসের সঙ্গে যোগ দেবেন কয়েকজন ইউরোপীয় কোচ। এই কমিশন আনচেলত্তি দায়িত্ব নেওয়ার আগে ব্রাজিলের ৮টি ম্যাচের দায়িত্বে থাকবে। এর মধ্যে ছয়টি আবার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচও আছে।
তবে এত আলোচনা সত্ত্বেও আনচেলত্তি নিজে ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য করেননি। যদিও বেশ কয়েকবার তার মুখ থেকে রিয়ালেই ক্লাব কোচিং ক্যারিয়ার শেষ করার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ইঙ্গিত দেন, যতদিন সম্ভব স্পেনের রাজধানীতেই থাকতে চান এই কিংবদন্তি কোচ। ফলে তার ব্রাজিলে যাওয়ার খবর সঠিক হলে তা বড় চমক হয়েই আসবে বিশ্ব ফুটবলে।
যদিও রিয়ালে গত মৌসুমটা আনচেলত্তির ভালো কাটেনি। লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগের লড়াই থেকে ছিটকে পড়েছিল তার দল। শেষ পর্যন্ত পুরো মৌসুমে শুধু কোপা দেল রে জিতেই সন্তুষ্ট থাকতে হয় তাদের। তবে সবচেয়ে বেশি চ্যাম্পিয়নস লিগ এবং পাঁচটি মেজর লিগের শিরোপা জেতা একমাত্র কোচকে এত সহজে হাতছাড়া করতে চাইবে না রিয়াল। কিন্তু ব্রাজিলের সংবাদমাধ্যমের দাবি সত্য হলে, আগামী মৌসুম শেষে তাকে আর ধরে রাখতে পারবে না লস ব্ল্যাঙ্কোসরা।
তথ্যসূত্র- মার্কা
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এমএইচএম