গত মৌসুমটা কেটেছে স্বপ্নের মতো। ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জেতেন ইলকাই গুন্দোগান।
এই মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে গুন্দোগানের। এরপর আর ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করেননি তিনি। ৩২ বছর বয়সী তারকাকে এক বছরের চুক্তি ও পরে আরও এক বছর বাড়ানোর প্রস্তাব দেয় সিটি। কিন্তু তাতে রাজি হননি গুন্দোগান।
সিটিরও অবশ্য তাতে সমস্যা নেই খুব একটা। খুশি মনেই গুন্দোগানকে ছেড়ে দিচ্ছে তারা। গুন্দোগানকে ছাড়ার দিনে ৩০ মিলিয়ন ইউরোতে চেলসি থেকে মাতেও কোভাসিচকে দলে ভিড়িয়েছে সিটি। শুরুতে তাকে ২৫ মিলিয়ন দিয়ে কিনে পরে আরও ৫ মিলিয়ন বোনাস হিসেবে দেবে তারা।
২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে চেলসিতে যোগ দেন কোভাসিচ। এ বছরই ক্লাবের সঙ্গে তার চুক্তি শেষ হওয়ার কথা ছিল। শিগগিরই এই চুক্তির ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। কোভাসিচকে দিয়েই গুন্দোগানের অভাব পূরণ করতে চায় সিটি।
বরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দেওয়ার পর সাত বছরে ক্লাবটির হয়ে পাঁচটি প্রিমিয়ার লিগ, দুটি এফএ কাপ, চারটি লিগ কাপ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন গুন্দোগান। এ বছরই ইংল্যান্ডের কেবল দ্বিতীয় ক্লাব হিসেবে সিটি ট্রেবল জেতার কৃতিত্ব দেখায়।
বাংলাদেশ সময় : ১১২৯ ঘণ্টা, ২২ জুন, ২০২৩
এমএইচবি