শক্তিমত্তায় ঢের এগিয়ে লেবানন। তাই আক্রমণের বদলে ডিফেন্সকে কেন্দ্র করেই ফরমেশন ঠিক করেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চড়াও হয় লেবানন। যার ফলে গোলবারের নিচে বেশ ব্যস্ত সময়ই কাটাতে হয় গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে। পুরো ৪৫ মিনিটে ৭৬ শতাংশ বল দখলে রাখে লেবানন। গোলমুখে শট নেয় দুটি। অন্যদিকে বলের নিয়ন্ত্রণ কম পেলেও ফাঁক পেয়ে আক্রমণে গিয়ে লেবাননের রক্ষণভাগ কাঁপিয়ে দিয়ে এসেছে বাংলাদেশ।
২৩ মিনিটে দূর থেকে জাল বরাবর মাটি কামড়ানো শট নেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। কিন্তু তা সহজেই তালুবন্দী করেন লেবানন গোলরক্ষক। ৩৫ মিনিটে দারুণ সুযোগ পায় লেবানন। কিন্তু সাদেকের শট লাফিয়ে উঠে ঠেকিয়ে দেন জিকো। ৪৩ মিনিটে আবারও আক্রমণে ওঠে কাবরেরা শিষ্যরা। ডানপ্রান্ত দিয়ে বক্সের ভেতর ঢুকে পড়েছিলেন ফয়সাল আহমেদ ফাহিম। তবে তার শট লেবাননের এক ডিফেন্ডারের পায়ে লেগে লাইনের বাইরে চলে গেলে কর্নার পায় বাংলাদেশ। কিন্তু প্রথমার্ধের শেষ মুহূর্তে পাওয়া সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ২০০৩ সালের চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জুন ২২, ২০২৩
এএইচএস