ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের ফুটবল টুর্নামেন্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের ফুটবল টুর্নামেন্ট

ফরিদপুর: ফরিদপুর জেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে উক্ত ফুটবল টুর্নামেন্টে নিউ ভার্সন একাদশ ২-১ গোলের ব্যবধানে মায়া প্লাজা একাদশকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে মোট ৯টি দল অংশগ্রহণ করে।

খেলার বিজয়ী দলের পক্ষে প্রেম কুমার ও চয়ন এবং পরাজিত দলের পক্ষে রিয়াদ একটি গোল করেন। খেলাটি পরিচালনা করেন রেফারি মো. আশরাফ, তোফাজ্জেল হোসেন ও মোহাম্মদ শামীম।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ফরিদপুর জেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি সজল দত্ত।

এসময় স্বাগত বক্তব্য দেন- বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের কোষাধ্যক্ষ বিষ্ণুপদ কর্মকার, স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শীতল দত্ত নয়ন।  

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন‌ বাজুসের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন পৌর মেয়র অমিতাভ বোস। টুর্নামেন্টে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন চয়ন, ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন প্রেম কুমার এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হন শিবু দত্ত।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।