ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

এএফসি কাপ

মাজিয়ার বিপক্ষে পিছিয়ে থেকে বিরতিতে কিংস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
মাজিয়ার বিপক্ষে পিছিয়ে থেকে বিরতিতে কিংস

এএফসি কাপের গ্রপ পর্বের প্রথম মাচে আজ মালদ্বীপরে ক্লাব মাজিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। প্রথমার্ধে বালবানোভিচের চোখ ধাঁধানো গোলে এগিয়ে রয়েছে মাজিয়া।

প্রথমার্ধের পুরোটা সময়ই দারুণ পারফরম্যান্স করেছে কিংস। রক্ষণ থেকে আক্রমণে পুরোটা সময় নিজেদের আধিপত্য বিস্তার করে খেলেছে কোচ অস্কার ব্রুজোনের শিষ্যরা। তবে একটা সুযোগ পেয়েই তা কাজে লাগিয়েছে মাজিয়া।

ম্যাচের পাঁচ মিনিটে রবসনের কর্নার থেকে হেড করেন দোরিয়েলতন। মাজিয়ার গোলরক্ষক হোসেন শরিফ তা তালুবন্দী করেন। তিন মিনিট পর দারুণ এক সুযোগ পেয়েছিল কিংস। বক্সের ডান প্রন্ত থেকে রাকিবের ক্রসে হেড করেন দোরিয়েলতন। তা ক্রসবারের উপর দিয়ে চলে যায়।

১৪ মিনিটে সহজ সুযোগ মিস করেন দোরিয়েলতন গোমেজ। সতীর্থের লং ক্রস থেকে বক্সের ভেতর বল পেয়ে যান তিনি। গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি দোরিয়েলতন।

পরের মিনিটে বালবানোভিচের সেই চোখ ধাঁধানো গোলে এগিয়ে যায় মাজিয়া। বক্সের বাইরে বল পজিশন হারায় কিংস। বক্সের বেশ বাইরে বল পেয়েই ডান পায়ের বুলেট গতির লং শটে দলকে এগিয়ে দেন বালবানোভিচ।  

এরপর গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে কিংস। একের পর এক আক্রমণ করলেও প্রথার্ধে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয়েছে কিংসকে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।