ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ঘরের মাঠে ওড়িশাকে হারানোর প্রত্যয় অস্কার ব্রুজোনের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৩
ঘরের মাঠে ওড়িশাকে হারানোর প্রত্যয় অস্কার ব্রুজোনের

এএফসি কাপের ম্যাচে আগামীকাল ভারতের ক্লাব ওড়িশা এফসির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা চার আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ভারতীয় জায়ান্টদের বিপক্ষে জয়ের প্রত্যয় জানালেন কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন।

 

এএফসি কাপের প্রথম ম্যাচে মালদ্বীপের ক্লাব মাজিয়ার বিপক্ষে হার দিয়ে আসর শুরু করার পর কিংসের সামনে এখন ঘুরে দাঁড়ানোর মিশন। ঘরের মাঠ কিংস অ্যারেনায় ওড়িশার বিপক্ষে ম্যাচটি অবশ্য সহজ হবে না বলে মানছেন অস্কার ব্রুজোন।  

অন্যদিকে কিংসের মতোই হার দিয়ে এএফসি কাপের যাত্রা শুরু করেছে ওড়িশা। কিংসের বিপক্ষে এই ম্যাচ দিয়ে নিজেদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে লড়াই করতে মুখিয়ে আছে তারাও। ফলে তাদের বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হবে বলেই বিশ্বাস ব্রুজোনের। যদিও তার মতে, ঘরের মাঠে খেলা বাড়তি আত্মবিশ্বাস যোগাবে কিংসকে। কারণ এই মাঠে যে হারের কোনও রেকর্ড নেই তাদের।  

আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কিংস কোচ বলেন, ‘ম্যাচটা অনেক কঠিন হবে। আমাদের জন্য নতুন একটা পরিস্থিতি সামনে আছে। আমরা কখনোই টানা দুই ম্যাচ হারিনি। কিংস অ্যারেনায়ও আমরা কখনো হারিনি। ফলে প্রতিক্রিয়া দেখানোর জন্য খুব ভালো একটা সময় আমাদের সামনে। ’

প্রথম ম্যাচে মাজিয়ার বিপক্ষে কিংসের জয় প্রত্যাশিতই ছিল। তবে সেই ম্যাচে হেরে যাওয়ায় সেই প্রত্যাশা পূরণ হয়নি। যদিও পুরো ম্যাচে মাজিয়াকে চাপে রেখেই খেলেছে কিংস। তবে শেষ পর্যন্ত জয়ের দেখা মেলেনি। এ নিয়ে ব্রুজোন বলেন, ‘মাজিয়ার বিপক্ষে প্রত্যাশাটা বেশি ছিল। কিন্তু প্রস্তুতিটা ভালো ছিল না আমাদের। এখন আমাদের সামনে আর কোনো অজুহাত নেই। বসুন্ধরা কিংস ফিরে এসেছে। এখন আমার মনে হচ্ছে সর্বোচ্চটা দেওয়ার মতো অবস্থানে চলে এসেছি আমরা। '

তিনি আরও বলেন, ‘আমাদের সামনে কঠিন একটা ম্যাচ অপেক্ষা করছে। ওড়িশা নতুন একটা ক্লাব, আমাদের মতোই। শেষ মৌসুমে তারা সুপার কাপ জিতেছে, চলতি মৌসুমটাও ভালোভাবে শুরু করেছে তারা। শীর্ষ মানের কোচ আছে তাদের। গুরুত্বপূর্ণ জায়গায় তাদের মূল খেলোয়াড়রা আছে। কালকের ম্যাচটায় ছোট ছোট বিষয়গুলো ব্যবধান গড়ে দেবে বলে মনে হচ্ছে। ’

বসুন্ধরার মতো ওড়িশাকেও লড়াইয়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই। কিংসের কোচ বলেন, ‘দুই দলের জন্যই কালকের ম্যাচটা বাঁচা-মরার লড়াই। কারণ কাল হেরে গেলেই তো টিকে থাকার সম্ভাবনাটা অনেকটাই ক্ষীণ হয়ে আসবে। আমরা নিজেদের সেরাটা দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়তে চাই। দলের প্রতি আমার সেই আত্মবিশ্বাসটা আছে। ’ 

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৩
এআর/এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।