ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

‘৫-১০ বছরের ভেতর এশিয়ান ফুটবলে পরাশক্তি হয়ে উঠতে পারব’

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৩
‘৫-১০ বছরের ভেতর এশিয়ান ফুটবলে পরাশক্তি হয়ে উঠতে পারব’

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে শারজাহ এফসির বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নিয়েছে বসুন্ধরা কিংসকে। এরপর এএফসি কাপে গ্রুপ পর্বের শুরুতেও মাজিয়ার বিপক্ষে হেরেছে তারা।

আন্তর্জাতিক পর্যায়ে এখনো প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় সমালোচনা হলেও এ নিয়ে চিন্তিত নন দলের কোচ অস্কার ব্রুজোন। তার মতে, ঠিক পথেই রয়েছে দল এবং এভাবে এগিয়ে যেতে থাকলে আগামীতে দক্ষিণ এশিয়ার ক্লাব ফুটবলে নতুন পরাশক্তি হিসেবে দেখা যাবে কিংসকে।

আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অস্কারের কাছে জানতে চাওয়া হয় ঘরোয়া ফুটবলে দারুণ ছন্দে থাকলেও আন্তর্জাতিক ম্যাচে হারের কারণ কি? ঘরোয়া ফুটবলে তেমন প্রবল প্রতিপক্ষ না থাকাই কি এর কারণ? এমন প্রশ্নের জবাবে অস্কার বলেন, ‘আমরা কেন চ্যাম্পিয়নস লিগে খেলেছি? কারণ আমরা শেষ কয়েক বছরে এএফসি কাপে খুব ভালো করেছিলাম। আমরা অনেক পয়েন্ট অর্জন করেছি। আমরা আমাদের র‍্যাংকিংয়ে উন্নতি করেছি। তাই আমরা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে খেলেছি। তো এখানে ভুলটা কোথায় হয়েছে?' 

তিনি আরও বলেন, 'আমি বুঝি না, ওইসব লোক কেন বলে আমরা আন্তর্জাতিক ফুটবলে ব্যর্থ হচ্ছি। আমি তো মনে করি আমরা সাফল্য পাচ্ছি। হয়তো আমাদের অ্যাপ্রোচটা ভিন্ন। তবে এটা সত্য, ক্লাবের বাইরে অনেক কথা হচ্ছে যে, আমরা ব্যর্থ হচ্ছি। কিন্তু সত্যিটা হচ্ছে, আমরা শেষ দুই আসরে টেবিলের শীর্ষেই অবস্থান করেছি, শুধুমাত্র গোল ব্যবধানে বিদায় নিতে হয়েছে আমাদের। শারজাহ ম্যাচের আগে আমরা শুধু একটা আন্তর্জাতিক ম্যাচে হেরেছি। আমার প্রশ্নটা হচ্ছে, কোথায় ভুল হয়েছে আমাদের? বাংলাদেশের লোকজন পাঁচ বছরের একটা ক্লাবকে কোথায় দেখতে চায়?’

‘আপনারা কি মনে করেন আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতে যাব? যা মোহনবাগানের মতো ক্লাব ১০০ বছরে পারেনি, সেটা তিন মৌসুমের মধ্যে করে দেখানোর পরও? আমরা ভাবছি, আমরা উন্নতি করছি, আমাদের দারুণ একটা স্টেডিয়াম আছে, ঠিক জায়গায় ঠিক মানুষদের বসিয়ে ধীরে ধীরে উন্নতির পথ তৈরি করছি। হয়তো ৫, ১০ কিংবা ১৫ বছরের ভেতর এশিয়ান ফুটবলে পরাশক্তি হয়ে উঠতে পারব। ’  

সমর্থকদের প্রত্যাশাকে ইতিবাচক হিসেবেই দেখছেন অস্কার। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের এ বিষয়টা ভালো লাগে যে তারা সাফল্যের জন্য ক্ষুধার্ত। তারা ফলাফলের ওপর বিশ্বাস রাখে। তবে আমাদের নিজেদের প্রক্রিয়ার ওপর বিশ্বাসটা রাখতে হবে। আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতে যাব, বা এএফসি কাপ জিতব, এমন বিশ্বাসের আগে নিজেদের প্রক্রিয়ায় মনোযোগটা দিতে হবে। খেলোয়াড়দের উন্নতিতে মনোযোগ দিতে হবে। বাংলাদেশ ফুটবল দলের কথাই ধরুন, দল যেমন ফলাফল উপভোগ করছে এখন, তাতে আমাদেরও অবদান আছে। এটা কোনো কাকতাল নয়। আমি আশা করি, আপনারা এটাও তুলে ধরবেন; তা রেখে চ্যাম্পিয়ন্স লিগের ফলাফল নিয়ে এত মাতামাতি কেন, আমি বুঝি না। ’

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।