ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনা দলে চোটাক্রান্ত মেসি, নেই দি মারিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
আর্জেন্টিনা দলে চোটাক্রান্ত মেসি, নেই দি মারিয়া

মাংসপেশির  ইনজুরির কারণে ইন্টার মায়ামির হয়ে শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই খেলেননি লিওনেল মেসি। যদিও অনুশীলনে ফিরেছেন তিনি।

তবে কতটুকু ফিট হয়ে উঠেছেন তা নিশ্চয় করেনি কেউ। তবে তা সত্ত্বেও আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দলে আছেন এই ফরোয়ার্ড।

আগামী ১২ অক্টোবর প্যারাগুয়ে ও ১৭ অক্টোবর পেরুর বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। গত মাসে অনুষ্ঠিত দুই ম্যাচের স্কোয়াডে না থাকলেও এবার দলে ফিরেছেন পাউলো দিবালা, মার্কোস আকুইনা, লুকাস ওকাম্পোসের মতো ফুটবলাররা। তবে বাদ পড়েছেন অভিজ্ঞ উইঙ্গার আনহেল দি মারিয়া। চোটের মধ্যে থাকায় দলে রাখা হয়নি তাকে।

চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে বেনফিকার হয়ে খেলার সময় মাংসপেশিতে চোট পান দি মারিয়া। এছাড়া ডান পায়ে অস্ত্রোপচারের কারণে ছিটকে গেছেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসও। কৌশলগত সিদ্ধান্তে বাদ দেওয়া হয়েছে ফাকুন্দো মেদিনা, মার্কোস সেনেসি ও ফাকুন্দো বুনানোতেকে।


বিশ্বকাপ বাছাইয়ের জন্য আর্জেন্টিনা স্কোয়াড: এমিলিয়ানো মার্তিনেস, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো, ওয়ালতার বেনিতেস, হুয়ান ফয়েথ, গনসালো মন্তিয়েল, নাহুলেন মোলিনা, গেরমান পেসসেয়া, ক্রিস্তিয়ান রোমেরো, লুকাস মার্তিনেস, নিকোলাস ওতামেন্দি, মার্কো পেয়েগ্রিনো, মার্কোস আকুইনা, নিকোলাস তালিয়াফিকো, লুকাস এসকেভেল, লেয়ান্দ্রো পারদেস, গিদো রদ্রিগেস, এনসো ফার্নান্দেস, রদ্রিগো দে পল, এজেকেল পালাকিওস, কার্লোস আলকারাস, গিওভান্নি লো সেলসো, আলেক্সিস মাক আলিস্তার, থিয়াগো আলমাদা, ব্রুনো সাপেয়ি, পাউলো দিবালা, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস, লাউতারো মার্তিনেস, ফাকুন্দো ফারিয়াস, লুকাস বেলত্রান, আলেহান্দ্রো গার্নাচো, নিকোলাস গনসালেস, লুকাস ওকাম্পোস।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।